Advertisement
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রীর সম্পর্কে অশ্লীল মন্তব্য, গৌতম দেবকে নোটিস সিআইডির

শুক্রবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ

CID summons Gautam Deb for hurling ‘abuse’ at Mamata Banerjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2017 8:54 am
  • Updated:August 17, 2017 3:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জের। সিপিএম নেতা গৌতম দেবকে নোটিস পাঠাল সিআইডি। শুক্রবার তাঁকে ভবানী ভবনে হাজিরার নির্দেশে দেওয়া হয়েছে। তবে প্রাক্তন মন্ত্রী সিআইডির তলবে যাবেন কি না তা অবশ্য জানা যায়নি।

[সিপিএম নেতা গৌতম দেবকে ডেকে পাঠাচ্ছে সিআইডি]

মাস তিনেক আগের ঘটনা। যাদবপুরের নেতাজিনগরে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর স্মরণে এক সভায় বেলাগাম মন্তব্য করেছিলেন গৌতম দেব। প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী সম্পর্কে মাল শব্দটি ব্যবহার করেছিলেন। গৌতম দেবের ওই মন্তব্যর জেরে নিন্দার ঝড় উঠেছিল। ঘরে-বাইরে তিনি প্রবল সমালোচনার মুখে পড়েন। শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছিলেন এই দাপুটে সিপিএম নেতা। তবে এই মন্তব্যের পর রাজ্যের একাধিক থানায় গৌতম দেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মীরা। উত্তরপাড়ায় থানায় এক মহিলার অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। এই নিয়ে একাধিক জায়গা তথ্য সংগ্রহ শুরু করেন রাজ্যের তদন্তকারীরা অফিসাররা। গৌতম দেবের বিরুদ্ধে ৫০৯, ৫০৬-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। ৫০৯ ধারার অর্থ অশালীন অঙ্গভঙ্গি। এই নিয়ে শুক্রবার তাঁকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি সূত্রের খবর প্রাক্তন মন্ত্রীর দমদমের বাড়িতে নোটিস পৌঁছে গিয়েছে। বেশ কিছুদিন ধরে এই সিপিএম নেতা অসুস্থ। তবে তিনি সিআইডির তলবে যাবেন কি না তা অবশ্য পরিষ্কার নয়। এই ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

মুখ্যমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পর রাজ্য সিপিএম নেতৃত্ব গৌতম দেবের ওপর চাপ বাড়িয়েছিল। তারপরই সিপিএমের এই নেতা লিখিত বিবৃতি দিয়ে ঘটনায় দুঃখপ্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন তৃণমূল নেত্রী ও শিক্ষামন্ত্রীর নামে যে কথা তিনি বলেছেন তা ব্যক্তি আক্রমণের সমতুল। এ ধরনের আক্রমণের তাঁর উদ্দেশ্য ছিল না। যে চারটি বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে তিনি ওই অনুষ্ঠানে গিয়েছিলেন তারাও বিবৃতি দিয়ে গৌতম দেবের বক্তব্যর নিন্দা জানিয়েছিল। এর আগে একাধিক বামপন্থী নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তৃণমূল নেত্রীর সম্পর্কে অশালীন মন্তব্য করে ক্ষমা চেয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কুৎসিত মন্তব্যের জন্য প্রাক্তন সাংসদ অনিল বসু এবং প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমানকে প্রকাশ্যে ভর্ৎসনা করেছিল সিপিএম। তবে এদের কাউকে সিআইডির মুখে পড়তে হয়নি। গৌতম দেবের কী অবস্থা হয় তা নিয়ে বাড়ছে  কৌতুহল।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ