Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

‘এটা বিজেপির প্ল্যান্টেড গেম’, কমিশনের সমালোচনায় সরব ক্ষুব্ধ মমতা

‘কেন অমিত শাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না?’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর৷

CM Mamata Banerjee slams Election Commission on removal of Home secretory and ADG CID
Published by: Tanujit Das
  • Posted:May 15, 2019 9:36 pm
  • Updated:May 15, 2019 9:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘এটা নির্বাচন কমিশনের নির্দেশ নয়, এটা বিজেপি পার্টির নির্দেশ৷ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে নির্বাচন করাচ্ছে বিজেপি৷’’ স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডিকে অপসারিত করায় কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে, এভাবেই কমিশনকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্ন তুললেন, ‘মঙ্গলবারের ঘটনায় কেন অমিত শাহকে স্যাক করল না কমিশন? ওনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত৷’

[ আরও পড়ুন: ভূলুণ্ঠিত বিদ্যাসাগরের মূর্তি, তিলোত্তমায় প্রতিবাদের ঝড় ]

Advertisement

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, বৃহস্পতিবার মোদির দুটো জনসভা রয়েছে বাংলায়৷ তাই এই বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রচারের সুযোগ দিয়েছে কমিশন৷ দাবি করলেন, অমিত শাহ কলকাতায় দাঙ্গা করতে এসেছিলেন৷ পরিকল্পিত ভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজে হামলা চালানো হয়েছে৷ বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে৷ প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মোদি আজ এসেছিলেন কিন্তু কোনও দুঃখ প্রকাশ করেনি৷ বাংলার মানুষ এ জিনিস বরদাস্ত করবে না৷ অন্যায় করেছে অমিত শাহ৷ বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে গেরুয়া পোশাক পরে হামলা চালানো হয়েছে৷ পুরো কলকাতাকে দাঙ্গার পর্যায়ে নিয়ে গিয়েছে৷’’

Advertisement

[ আরও পড়ুন: বিদ্যাসাগর কাণ্ডের প্রতিবাদ, ধিক্কার মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী ]

মঙ্গলবারের ঘটনার প্রতিবাদে বুধবার সাংবাদিক সম্মেলন করে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সেই বিষয়টিও এদিন টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ করেন, বুধবারই অমিত শাহ কমিশনকে হুমকি দিয়েছে৷ সেজন্যই এই পদক্ষেপ৷ বাংলা জম্মু-কাশ্মীর নয়, বিহার নয়, উত্তরপ্রদেশ নয়, ত্রিপুরা নয়৷ চ্যালেঞ্জের সুরে তিনি জানান, তাঁকে এবং বাংলার মানুষকে ভয় পেয়েই মোদি-শাহরা কমিশনকে দিয়ে একাজ করাচ্ছে৷ যেহেতু কমিশনের নির্দেশে প্রচারের সময় একদিন কমে গিয়েছে, তাই প্রচারেও কাঁটছাঁট করেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবারের সমস্ত সূচি বৃহস্পতিবারে এগিয়ে নিয়ে আসেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ