Advertisement
Advertisement

Breaking News

Justice Abhijit Ganguly

‘মনে করি না বিচারপতি গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন’, দাবি ‘গুরু’ বিকাশের

সিপিএমে যোগ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? কী বললেন বিকাশ।

CPM leader Bikash Ranjan Bhattacharya opens up on Calcutta HC Justice Abhijit Ganguly's decision
Published by: Ramen Das
  • Posted:March 3, 2024 4:52 pm
  • Updated:March 3, 2024 5:39 pm

রমেন দাস: অবসর নিচ্ছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজেই অবসরের কথা ঘোষণা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Justice Abhijit Ganguly)  রাজনীতি-যোগ নিয়েও শুরু হয়েছে তীব্র জল্পনা।

সূত্রের দাবি, বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকী তমলুক (Tamluk) অথবা দক্ষিণ কলকাতা, দমদমের মতো কোনও লোকসভা (Lok Sabha Election 2024) আসনে প্রার্থী হতে পারেন বলেও দাবি করছেন কেউ কেউ। কিন্তু এখানেই উঠে এসেছে বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) প্রসঙ্গ। যাঁর সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে বিস্তর।

Advertisement

এ প্রসঙ্গে কী বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) ‘গুরু’ বিকাশরঞ্জন ভট্টাচার্য? ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এ তিনি বলেন, ”আমি মনে করি না উনি বিজেপিতে যোগ দেবেন। বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়াবেন বলে মনি করি না, এটা আমার ব্যক্তিগত ধারণা। যা জল্পনা-কল্পনা চলছে এর মধ্যে আমি নেই।” বর্ষীয়ান আইনজীবীর দাবি, ”ওঁ তো নিজে মুখে বলেননি বিজেপিতে যাবেন, কেন ওঁকে অভিযুক্ত করে দেওয়া হচ্ছে! উনি তো বাচ্চা নন, যা করেছেন বা যা করবেন ভেবেই করবেন।” বিচারপতির সঙ্গে কথা বলবেন বিকাশ? তিনি জানান, ”আমি কেন ওঁর সঙ্গে কথা বলব, উনি যদি মনে করেন আমার সঙ্গে কথা বলবেন তো বলবেন! আমি আবার বলছি, কোনও কল্পনার মধ্যে আমি নেই, উনি যা করবেন ভেবেই করবেন, প্রবীণ মানুষ। বুদ্ধিমান মানুষ।” 

Advertisement

[আরও পড়ুন: EXCLUSIVE: মোদির সভায় বিজেপিতে যোগ, ভোটে তমলুকের প্রার্থী হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়!]

একদা বামেদের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠতা’ নিয়েও বিতর্ক হয়েছে। বিকাশ কি বিশ্বাস করেন উনি বিজেপিতে যাচ্ছেন? সিপিএম (CPIM) নেতার দাবি, ”আবার বলছি, কোনও জল্পনায় আমি নেই। যাঁরা আছেন তাঁদের জিজ্ঞাসা করুন। তবুও আমার ধারণা উনি বিজেপিতে যাবেন না হয়ত।”

[আরও পড়ুন: লোকসভা ভোটে লড়বেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের?]

উল্লেখ্য, রবিবার নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানান, মঙ্গলবার পদত্যাগপত্র (Resign) জমা দেবেন রাষ্ট্রপতির কাছে।  রাজনীতিতে যোগদানের কথাও স্পষ্টভাবে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ”রাজনীতিতে যোগ দেব কি না, তা সময়ই বলবে। তবে ক্ষমতাসীন দলের (TMC) নানা মামলায় আমার রায় পছন্দ না হলেই যেভাবে আমার বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আমাকে বলা হয়েছে, ময়দানে নামতে। তা ভেবেই আমি ময়দানে নামতে চাই। দেখা যাক!” তবে কি প্রার্থী হবেন? তাতে বিচারপতির উত্তর, ”সেটা আমার উপর নির্ভর করে না। মঙ্গলবার যা বলার বলব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ