Advertisement
Advertisement

Breaking News

ডেঙ্গুতে আক্রান্ত স্নেহাশিসের অবস্থার আরও অবনতি, উদ্বিগ্ন চিকিৎসকরা

সৌরভের দাদার প্লেটলেট ২০ হাজারেরও নিচে নেমে গিয়েছে।

Dengue affected Snehasish Ganguly's condition is not well
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 27, 2017 10:04 am
  • Updated:July 8, 2022 12:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। সোমবার বেলভিউ হাসপাতাল সূত্রে এমন খবরই পাওয়া গেল। জ্বর না কমায় উদ্বিগ্ন চিকিৎসকরা।

সপ্তাহ দুয়েক আগেই ভুবনেশ্বর গিয়েছিলেন স্নেহাশিস। সেখান থেকেই প্রবল জ্বর নিয়ে ফেরেন। পরে এই প্রাক্তন ক্রিকেটারের ডেঙ্গু ধরা পড়ে। গত বুধবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা। কিন্তু শারীরিক অবস্থার কোনও উন্নতি ঘটেনি তাঁর বলেই খবর। প্রবল জ্বল ও দুর্বলতায় আক্রান্ত তিনি। প্লেটলেট ২০ হাজারেরও নিচে নেমে গিয়েছে। ইতিমধ্যেই রক্ত দেওয়া শুরু হয়েছে। আজ সন্ধেয় ফের রক্ত পরীক্ষা করা হবে তাঁর। ডক্টর সুকুমার মুখোপাধ্যায় এবং ডক্টর অমিতাভ নন্দীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এমন পরিস্থিতি থেকে অনেকেই সুস্থ হয়ে ওঠেন। তাই এখনই ভেঙে পড়ার মতো কিছু হয়নি। তবে এমন খবরে চিন্তিত সৌরভ এবং তাঁর পরিবার।

Advertisement

[পরিবেশের স্বার্থে ১৮ বছরে একবারও গাড়ির হর্ন বাজাননি এই ব্যক্তি]

প্রতি সপ্তাহেই পুরসভা কর্মীরা প্রাক্তন ভারত অধিনায়কের কলকাতার বাড়ির চারপাশ পরিষ্কার করেন। যে জায়গাগুলি কর্মীদের নাগালে সেখানে কোনও সমস্যা নেই। তা পরিচ্ছন্নই আছে। কিন্তু কিছু কিছু জায়গায় পৌঁছাতে পারেননি কর্মীরা। বিশেষত বাড়ির পিছনের অংশে, রুফটপ ও বাড়ির টব, বাগানের মতো জায়গায়। সেখানেই এমন পরিবেশ তৈরি হয়েছে যে তা মশার আঁতুড়ঘর হয়ে উঠতে পারে যে কোনও সময়। স্নেহাশিস অবশ্য বেহালার বাড়িতে থাকতেন না। তবুও তাঁর ডেঙ্গু হওয়ার কথা জেনেই আগেভাগে সতর্কতা নেওয়া হয়েছিল। স্নেহাশিসের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে গত বৃহস্পতিবার মেয়র পারিষদ অতীন ঘোষ নিজে সৌরভের বাড়িতে গিয়েছিলেন। দেখা করেন মহারাজের সঙ্গে। পুরসভা কর্মীদের সবরকম সাহায্যের আশ্বাস দেন সৌরভ।

Advertisement

[শীতের ধুন্ধুমার ব্যাটিং মহানগরে, ভাঙতে পারে ১৩১ বছরের রেকর্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ