Advertisement
Advertisement

Breaking News

Dengue

ডিসেম্বরেও দেখা নেই শীতের! রাজ্যে ডেঙ্গু আক্রান্ত ৩০ হাজার ছুঁইছুঁই, সতর্ক প্রশাসন

এ মরশুমে ডেঙ্গুর উপসর্গ কী কী?

Dengue cases rising in Bengal despite of Govt awareness
Published by: Paramita Paul
  • Posted:December 8, 2024 4:33 pm
  • Updated:December 8, 2024 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরু থেকেই রাজ্য সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে যৌথ কর্মসূচির উপর জোর দিয়েছিল। গুরুত্ব দেওয়া হয়েছিল লাগাতার সচেতনতা অভিযানের উপর। তার পরেও কমছে না সংক্রমণ। ফেলে আসা সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৪৬ জন। মোট আক্রান্ত ৩০ হাজার ছুঁইছুঁই।

ডিসেম্বরে শীত তেমন নেই কিন্তু দাপট দেখাচ্ছে ডেঙ্গু। স্বাস্থ্যদপ্তরের রেকর্ড অনুযায়ী, ২ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্ত ২৯ হাজার ৫২২ জন। পরের ৫-৬ দিনে আক্রান্তের সংখ্যা আরও কিছুটা যে বেড়েছে তা বলাইবাহুল্য।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের তথ্য বলছে, এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গু পজিটিভ হয়েছে ২৩ হাজার ৮৪ জন। উলটোদিকে বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গু টেস্টের পর রিপোর্ট পজেটিভ ৬ হাজার ৪৮৩ জনের। এই তথ্য আরও একটা দিক স্পষ্ট করে দিচ্ছে যে মানুষ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি স্বাস্থ্যব্যবস্থার উপরই আস্থা রাখছে।

এ মরশুমে ডেঙ্গুর উপসর্গ কী কী?

১. কাঁপুনি দিয়ে জ্বর।
২. শ্বাসকষ্ট। কমছে অক্সিজেনের মাত্রা।
৩.কমছে রক্তচাপ।
৪.তলপেটে ব্যথা, বমি, ডায়েরিয়া
৫.দুর্বলতা

এতদিন ডেঙ্গুর উপসর্গ বলতে ছিল, কাঁপুনি দিয়ে জ্বর, হাত-পা ব্যথা, বমি। এ মরশুমে ডেঙ্গু আক্রান্তদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে শ্বাসকষ্ট। কারও কারও ক্ষেত্রে সমস্যা  মারাত্মক আকার নিচ্ছে। করোনা আক্রান্তদের মধ্যে সাধারণ উপসর্গই ছিল শ্বাসকষ্ট। কোভিড মারাত্মকভাবে ক্ষতি করছিল আক্রান্তদের ফুসফুস। করোনা মুক্তির পরও আক্রান্তদের বহু সমস্যা রয়ে গিয়েছে। ডেঙ্গুতেও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকরাও রীতিমতো ভীত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement