Advertisement
Advertisement

Breaking News

Kolkata

ডান্ডিয়া নাচ, পুরি-সবজি-হালুয়া ভোগ, দেব দীপাবলিতে এলাহি আয়োজন কলকাতায়

২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে দেব দীপাবলিতে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী।

Dev Deepawali in Kolkata: Preparation is on high as Kolkata is going to celebrate this ocassion for the first time | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 9, 2023 2:27 pm
  • Updated:November 9, 2023 3:55 pm

অভিরূপ দাস: ছশো কেজি ময়দা মাখা হচ্ছে। হাজার ছয়েক লোকের লুচি তৈরি হবে যে! রক্তমাংসের মানুষের দীপাবলি (Diwali) ফি বছর। এই প্রথম কলকাতায় পালিত হতে চলেছে দেবতাদের দীপাবলি বা দেব দীপাবলি (Dev Deepawali)! বারাণসীর যে উৎসব দেখতে দূর-দূরান্ত থেকে আসেন পুণ‌্যার্থীরা, এবার সেটাই পালিত হবে তিলোত্তমায়। ২৬ এবং ২৭ নভেম্বর।

Advertisement

কথিত আছে, কার্তিক পূর্ণিমার দিন বিষ্ণু নিদ্রাভঙ্গ করেন। দেবলোকে সে দিন দেব দীপাবলি। দেবতাদের স্মরণ করে উত্তর ভারতে গঙ্গার ধারে জ্বলে ওঠে অগুনতি প্রদীপ। এবছর তেমনটাই হবে কলকাতায় (Kolkata) গঙ্গার ঘাটে। ১০ হাজার প্রদীপ তৈরি করছে কলকাতা পুরসভা (KMC)। বাজে কদমতলা ঘাটে জ্বালানো হবে তা।প্রতিদিন যেমন গঙ্গা আরতি হয় ঘাটে, দেব দীপাবলি উৎসবে তেমনটাই হবে। বাড়তি আকর্ষণ রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডান্ডিয়া নৃত‌্য। ২৬ এবং ২৭ নভেম্বর দুদিন ধরে অনুষ্ঠান হবে বাজে কদমতলা ঘাটে।

Advertisement

[আরও পড়ুন: মামাকে ‘খুন’ করেছে অধিকারী পরিবার! বিস্ফোরক দাবি শুভেন্দুর ভাইয়ের]

প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন রাজ্যের বিধায়ক-গায়ক অদিতি মুন্সি (Aditi Munshi)। ২৭ নভেম্বর গঙ্গাপাড়ের দেব দীপাবলিতে সঙ্গীতানুষ্ঠান করবেন শ্রীরাধা বন্দ্যোপাধ‌্যায়। মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, ”এবার থেকে প্রতি বছরই আমরা দেব দীপাবলি উৎসব পালন করব।’’ মূলত তিনভাগে বিভক্ত এ উৎসব। কার্তিক স্নান বা গঙ্গাস্নান, দীপদান বা প্রদীপ প্রজ্জলন, এবং গঙ্গা আরতি। হুবহু একইভাবে উৎসব হবে বাজে কদমতলা ঘাটে। সঙ্গে উপরি পাওনা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৪ ফুট/৩০ ফুটের পেল্লাই মঞ্চ তৈরি করেছে কলকাতা পুরসভা।

[আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন বিমানহানায় মৃত ৯, এবার সম্মুখ সমরে ইরান-আমেরিকা?]

পুরসভা সূত্রে খবর, দুদিন দেব দীপাবলিতে যাঁরা আসবেন, তাঁদের জন‌্য বিশেষ ভোগের ব‌্যবস্থা করছে পুরসভা। ২৬ নভেম্বর ভোগ হিসাবে থাকছে পুরি-সবজি, ক্ষীর। ২৭ নভেম্বর ভোগ থাকবে পুরি-আলুরদম, হালুয়া। পুরসভা সূত্রে খবর, দুটো লঞ্চে গঙ্গা পরিদর্শন করবেন পুরসভার আধিকারিকরা। থাকবে ১০টি নৌকা। ঘাটে বসে গঙ্গাবক্ষে ভাসমান ডান্ডিয়া নৃত‌্য চাক্ষুষ করতে পারবেন দর্শকরা।

১৯৯১ সালে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে উৎসবের সূচনা করেছিলেন বাবু মহারাজ। তিলোত্তমায় এই উৎসবের সূচনা করছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে উৎসবের সূচনায় হাজির থাকতে পারেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় (CM Mamata Banerjee)। থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, মেয়র পারিষদ তারক সিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ