Advertisement
Advertisement

Breaking News

মুখ বেঁধে পোষা কুকুরকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার লেকটাউনের বাসিন্দা

ছিঃ!

Dog allegedly raped in Kolkata’s Lake Town
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2018 2:24 pm
  • Updated:July 16, 2018 2:24 pm

কলহার মুখোপাধ্যায়: বিকৃত কাম অবোধ পশুকেও রেহাই দেয় না। মানুষের অত্যাচারের ফল তাকেও ভুগতে হয়। এমন নজির কম নেই বিশ্বে। এবার এই অভিযোগ উঠল শহর কলকাতার লেকটাউনে। পোষা সারমেয়কে ধর্ষণের অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লেকটাউনের পাতিপুকুরের বিধানপল্লি এলাকায়। অভিযুক্তের নাম কমলেশ মাহাতো।

জানা গিয়েছে, নেড়ি কুকুরটি কমলেশের পোষ্য ছিল। প্রতিবেশীদের সন্দেহ ছিল, কমলেশ নিত্যদিনই তাঁর পোষ্যের উপর এই নারকীয় অত্যাচার চালায়। অভিযোগ, রবিবার রাতে পোষ্যের মুখ বেঁধে তাকে যৌন নিগ্রহ করে কমলেশ। ঘটনাচক্রে প্রতিবেশীদের কয়েকজন জানালা দিয়ে এ দৃশ্য দেখে ফেলে। তাঁরাই এক স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেয়। নিরীহ প্রাণীদের উপর হওয়া অত্যাচার বিরুদ্ধে লড়াই করে সংগঠনটি। তাদের পক্ষ থেকেই লেকটাউন থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে কমলেশ মাহাতোকে গ্রেপ্তার করে। সারমেয়কে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়।

Advertisement

[দুর্ঘটনায় ট্রেনের কাউ-ক্যাচারে আটকে যুবক, উদ্ধার করল কলকাতা পুলিশ

Advertisement

প্রসঙ্গত, জুন মাসেই এমন অমানবিক ঘটনা ঘটে উলুবেড়িয়ার শ্যামপুর থানার বাড়গ্রাম পূর্বপাড়ায়। রাতের অন্ধকারে প্রতিবেশীর গোয়াল থেকে  গরু চুরি করে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলার অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এলাকার মাঠে রক্তাক্ত অবস্থায় গরুটি উদ্ধার হয়। তার যৌনাঙ্গ ও পায়ুতে খেজুর কাঁটার ডাঁটা ঢোকানো ছিল। অবস্থা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়, ধর্ষণ করা হয়েছে গরুটিকে। এরপরই স্থানীয় যুবক সুজল মাইতির বিরুদ্ধে অভিযোগ ওঠে। কারণ মাস ছ’য়েক আগে এক রাতে সুজল এই গরুটিকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিল। ঘটনার পরই সুজলকে ধরে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে ১৪ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। সোমবার লেকটাউনের ঘটনায় ইতিমধ্যেই ৩৭৭ ধারায় অস্বাভাবিক যৌনতার অভিযোগ দায়ের করা হয়েছে। মেডিক্যাল পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণও মিলেছে। এদিনই বিধাননগর এ সি জে এম আদালতে তোলা হবে ধৃতকে।

[বিশ্বজয়ের রাতে কলকাতায় এক টুকরো প্যারিসকে চেনাল ‘দ্য পার্ক’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ