Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2021

Durga Puja 2021: আয়োজনে কাঁটছাট, জৌলুসহীনভাবেই কলকাতায় দুর্গাপুজোর প্রস্তুতি শুরু বিজেপির

গতবছর প্রথম কলকাতায় পুজোর আয়োজন করেছিল বিজেপি।

Durga Puja 2021: BJP gears up for Durga Puja in Kolkata | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 3, 2021 9:22 pm
  • Updated:October 3, 2021 9:22 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: গতবছর সল্টলেক ইজেডসিসি-তে (Salt Lake EZCC)  ধুমধাম করে দুর্গাপুজো করেছিল বিজেপি। এবার জাঁকজমক করে না হলেও ছোট করে হবে পুজো, জানাল বিজেপি। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।

রবিবার রাজ্য বিজেপি দপ্তরে পুজো (Durga Puja 2021) নিয়ে বৈঠক করে নেতৃত্ব। সেখানে ছিলেন দলের রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও অন্যতম সম্পাদক সব্যসাচী দত্ত-সহ অন্যান্যরা। সেখানেই ইজেডসিসিতে পুজো নিয়ে সিদ্ধান্ত নেয় দল। রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্টি কোনও পুজো করে না। পার্টির কার্যকর্তা, শুভানুধ্যায়ী ও সমর্থকরা এই পুজো করবেন। গতবারই প্রথম হয়েছিল। এবার কোভিড ও বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত। এইসব কারণে ছোট করে পুজো করা হবে।

Advertisement

[আরও পড়ুন: Durga Puja 2021: শুধু বড়পর্দাতেই নয়, কলকাতার পুজোর থিমেও এবার ‘গোলন্দাজ’]

২০২১-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে গত বছর ইজেডসিসি-তে ধুমধাম করে দুর্গা পুজো করা হয়েছিল। একেবারে বাঙালি বেশে ষষ্ঠীর দিন দিল্লি থেকে ভার্চুয়ালি রাজ্য বিজেপির পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পুজোর ক’দিন চলেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এবার সেসব হবে না বলেই খবর।

Advertisement

এ বছর গেরুয়া শিবিরের উদ্যোগে দুর্গাপুজো (Durga Puja 2021) আদৌ হবে কী না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। কোনও সিদ্ধান্তে আসতে পারছিলেন না নেৃতৃত্বে। এদিকে দলের ধারণা হয়েছিল, পুজো না করলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যেতে পারে। আমজনতার মনে হতে পারে, বিধানসভা ভোটে বিপর্যয়ের জন্যই এবার পুজো করছে না বিজেপি নেতৃত্ব। সেই সব দিক চিন্তা করেই দুর্গা পুজো বন্ধ করা হচ্ছে না বলেই খবর। তবে গতবছর গত বছর পুজোর মূল উদ্যোক্তাদের মধ্যে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। বিজয়বর্গীয় ভোটের ফল প্রকাশের পর এখনও কলকাতায় আসেননি। মুকুল রায় এখন তৃণমূলে। ফলে পুজোর দায়িত্ব কার কাঁধে পড়ছে, সেই দিকেই তাকিয়ে ওয়াকিবহল মহল। 

[আরও পড়ুন: Durga Puja 2021: করোনায় ঘরে ফেরা হয়নি, মার্কিন মুলুকেই পুজোর আয়োজনে প্রবাসী বাঙালিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ