Advertisement
Advertisement

Breaking News

Durga Puja in Kolkata

Durga Puja in Kolkata: মহালয়ার আগেই আগমনি সুর, কালীঘাট থেকে ভারচুয়াল পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার কয়েকটি পুজোরও সূচনা করলেন তিনি।

Durga Puja in Kolkata: CM Mamata Banerjee virtually inaugurates Durga Puja
Published by: Sucheta Sengupta
  • Posted:October 12, 2023 4:42 pm
  • Updated:October 13, 2023 1:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার আগেই বেজে গেল আগমনি সুর। বৃহস্পতিবার কালীঘাটের কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সেখান থেকেই ভারচুয়ালি জেলা ও কলকাতার কয়েকটি দুর্গাপুজোর (Durga Puja in Kolkata) উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।  জানালেন, তাঁর শরীর আগের চেয়ে অনেকটা ভাল। তবে পায়ে সমস্যা আছে। এখনই হাঁটাহাঁটি করলে অবস্থা আরও খারাপ হতে পারে। তাই তিনি সশরীরে যেতে পারলেন না জেলার পুজো মণ্ডপগুলিতে। কিন্তু মানসিকভাবে তিনি সকলের কাছে পৌঁছে গিয়েছেন। পুজো সকলের ভালো কাটুক, সকলকে শুভনন্দন! সংক্ষিপ্ত ভাষণ এই শুভেচ্ছাবার্তায় শেষ করে মুখ্যমন্ত্রী পুজোর সূচনা করে দিলেন।

প্রতি বছর মুখ্যমন্ত্রীর হাত ধরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বাজনা বেজে ওঠে। দর্শনার্থীদের জন্য খুলে যায় বিভিন্ন মণ্ডপের দ্বার। কলকাতার নামী পুজো থেকে জেলার ছোট-বড় নানা বাজেটের পুজো – উদ্বোধন করেন মতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরই সকলে মণ্ডপ দর্শনে যেতে পারেন। মহালয়ার (Mahalaya) আগে আগেই কলকাতার বিখ্যাত পুজোগুলোর সূচনা হয়ে যায়।  সন্ধে থেকে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ছোটেন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনের জন্য। 

Advertisement

[আরও পড়ুন: ‘শিক্ষকতা করতে হবে না, রাস্তাতেই থাকুন’, শিক্ষকদের তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির]

কিন্তু এ বছরের পরিস্থিতি একটু ভিন্ন। মুখ্যমন্ত্রীর পায়ে চোট। গত মাসে বিদেশ সফর থেকে ফেরার পরই তিনি এসএসকেএমে চিকিৎসার জন্য যান। সেখানে পরীক্ষানিরীক্ষা হয়। চিকিৎসকরা জানান, তাঁর বাঁ হাঁটুতে সমস্যা আছে, বিশ্রাম প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ মেনে মুখ্যমন্ত্রী আপাতত ঘরবন্দি। চলছে চিকিৎসা। এই  অবস্থায় হেঁটে হেঁটে পুজো উদ্বোধন এই মুহূর্তে সম্ভব নয়। তাই কালীঘাটের বাড়ি থেকে দুর্গাপুজোর ভারচুয়াল সূচনা করলেন মুখ্যমন্ত্রী। কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, হাতিবাগান সর্বজনীন, আহিরিটোলা সর্বজনীনের উদ্বোধন করলেন তিনি। সঙ্গে জেলার পুজোগুলিরও দ্বার খুলল মুখ্যমন্ত্রীর ভারচুয়াল উদ্বোধনে।  

Advertisement

[আরও পড়ুন: বিজেপির অন্তর্দ্বন্দ্ব আরও চরমে, এবার মুরলীধর সেন লেনের কার্যালয়ের সামনেও বিক্ষোভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ