Advertisement
Advertisement

Breaking News

বরখাস্ত মনোজ কুমারকে ফের জেরা ইডি’র

এদিকে শুভ্রা কুণ্ডুকে পর পর দু’বার জেরা করেও মনোজ কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিশেষ কোনও সন্তোষজনক উত্তর মেলেনি৷

ED grills official for his alleged link with Goutam Kundu's wife Subhra Kundu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 3, 2017 2:24 pm
  • Updated:February 3, 2017 2:24 pm

স্টাফ রিপোর্টার: তদন্তের দায়িত্ব ছিল তাঁর উপর৷ তদন্ত যে সংস্থার বিরুদ্ধে তাঁর অন্যতম কর্ত্রীর সঙ্গে তাঁকে ঢুকতে দেখা যাচ্ছে কখনও বিমানবন্দরে, কোনও সময় আবার দিল্লির হোটেলে৷ ইডি-র সেই পদস্থ অফিসার মনোজ কুমারের নামের পাশে প্রাক্তন শব্দটি আগেই জুড়ে গিয়েছিল৷ এবার তাঁকে সাসপেন্ড করা হল৷

ভোট প্রচারের সময় আইএস জঙ্গিদের নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী)

মেল পাঠিয়ে সেই সিদ্ধান্তের কথা তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে গতকাল রাতেই৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কোথাও কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থার তোড়জোড় শুরু হল৷ দুর্নীতি প্রমাণিত হলে গ্রেফতার করার সুপারিশ করা হবে বলে জানানো হয় তদন্তকারীদের তরফে৷ শুক্রবার লালবাজারে আসার আগে ফের একপ্রস্থ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা৷ দু’টি বিষয়ের উপর জোর দেন তাঁরা৷ প্রথমত, দিল্লিতে যে হোটেলে তিনি উঠেছিলেন সেটির সঙ্গে রোজভ্যালির তদন্তের কোনও সম্পর্ক নেই৷ তাহলে সেখানে কেন? রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রার সঙ্গে দিল্লি যাত্রার কারণ কী? শুধু তাই নয়, আর একটি প্রশ্নে বিব্রত হতে হয় মনোজ কুমারকে৷ উত্তরপাড়ার বাড়ি, রাজারহাটের দামী ফ্ল্যাট-সহ অন্যান্য সম্পত্তির উৎস জানতে চাওয়া হয়৷ যার উত্তর ঠিকমতো তিনি দিতে পারেননি বলে দাবি তদন্তকারীদের৷ এরইমধ্যে গৌতম কুণ্ডুর সঙ্গে কথা বলতে চেয়ে প্রক্রিয়া শুরু করেছে ইডি৷ তিনি এখন জেলে৷

Advertisement

(মনোজের বিপুল সম্পত্তির হদিশ, রাজ্যকে চিঠি ইডির)

এদিকে শুভ্রা কুণ্ডুকে পর পর দু’বার জেরা করেও মনোজ কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিশেষ কোনও সন্তোষজনক উত্তর মেলেনি৷ শুধু তাই নয়, ব্যক্তি সম্পর্ক নিয়ে কেন তাঁকে প্রশ্ন করা হচ্ছে সেই কথা বলে তিনি পাল্টা চাপে ফেলেন অফিসারদের৷ তবে একটি সূত্র জানাচ্ছে আজ ইডি অফিসাররা জেরা করতে চান শুভ্রাকে৷ জানা গিয়েছে, রোজভ্যালি কর্তা গ্রেফতারের পরও নানা প্রকল্পে আমানত তুলেছে সংস্থা৷ মানুষকে ভুল বুঝিয়ে চালিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন লোভনীয় স্কিম৷ তদন্তে এখন উঠে আসছে সেই তথ্য৷ যে টাকা শুভ্রা কুণ্ডুর অ্যাকাউন্ট ঘুরে বিদেশে গিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ৷ সেই প্রক্রিয়ায় কলকাতার একটি সংস্থার যোগ মিলেছে৷

Advertisement

(পাকিস্তানি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ