Advertisement
Advertisement
কে কে শর্মা, Ex-DG of BSF

রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক আরএসএস ঘনিষ্ঠ কে কে শর্মার বদলে এলেন বিবেক দুবে

কে কে শর্মার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ খতিয়ে দেখে এই নির্দেশ৷

Ex-DG of BSF removed from police observer post by EC
Published by: Sayani Sen
  • Posted:March 28, 2019 2:22 pm
  • Updated:April 22, 2019 7:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত বিশেষ নির্বাচনী পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন৷ বিএসএফের অবসরপ্রাপ্ত ডিজি কে কে শর্মাকে কেন্দ্রীয় বাহিনীর ও সর্বোপরি ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল কমিশন৷ কিন্তু কে কে শর্মার আরএসএস যোগ নিয়ে সরব হয় তৃণমূল-সহ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল৷ কমিশনে অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফে৷ সেই অভিযোগকে গুরুত্ব দিয়েই  কে কে শর্মাকে এরাজ্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল বিবেক দুবেকে৷ 

[ আরও পড়ুন: ‘মেয়াদ উত্তীর্ণ ফেলে দেওয়া ওষুধ’, অনুপমকে তীব্র কটাক্ষ মিমির]

বুধবার কালীঘাটে দলের ইস্তাহার প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই অনুষ্ঠানেই উষ্মাপ্রকাশ করেন তিনি৷ বিএসএফের দায়িত্বে থাকাকালীনই আরএসএসের অনুষ্ঠানে কে কে শর্মার যোগ নিয়ে সরব হন তৃণমূল নেত্রী৷ তিনি প্রশ্ন তুলেছেন, “একজন আরএসএসের প্রোগ্রামে গেলেন আর পর্যবেক্ষক হয়ে গেলেন! এটা কী করে হয়? মালদহেও একজনকে পাঠানো হয়েছে। সব ফোর্সকে এখানে পাঠানো হচ্ছে আর তারাই বিজেপির হয়ে কথা বলছে। হি ইজ আরএসএস ম্যান।” বিষয়টিকে যে তৃণমূল সহজভাবে মেনে নেবে না, মমতা তা স্পষ্টভাবেই বুঝিয়ে দেন এদিন৷ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “একজন খাকি পোশাক পরে আরএসএসের প্রোগ্রামে চলে গেলেন। খাকি পোশাককে আমি সম্মান করি। নির্বাচন কমিশনকে বলব, এটা দেখুন। আমরা চিঠি লিখেছি।” সেই অনুযায়ী চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনে কে কে শর্মার বিরুদ্ধে অভিযোগ জানায় তৃণমূল৷ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মসূচিতে কে কে শর্মার উপস্থিতির ছবি দেখিয়ে প্রতিবাদ জানায়৷ 

Advertisement

[ আরও পড়ুন: আন্দোলন প্রত্যাহারে চাপ, এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে মধ্যরাতে হাজির প্রচুর পুলিশ]

তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির কে কে শর্মাকে নিয়ে তোলা আপত্তি খতিয়ে দেখে নির্বাচন কমিশন৷ তারপরই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ দীর্ঘ আলোচনার পর কে কে শর্মার পরিবর্তে বিবেক দুবেকে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে৷  

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ