Advertisement
Advertisement

Breaking News

Salt Lake

সল্টলেকের গেস্ট হাউসে যুবকের রহস্যমৃত্য়ুতে গ্রেপ্তার বান্ধবী ও নতুন ‘প্রেমিক’, জট খোলার আশা

ওই যুবকের সঙ্গেই প্রেমিকার সম্প্রতি প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে অনুমান।

Girl friend and one other arrested by police in case of youth death in Salt Lake guest house | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:November 5, 2022 12:28 pm
  • Updated:November 5, 2022 6:15 pm

দীপালি সেন: সল্টলেকের (Salt Lake) গেস্ট হাউসে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় এবার গ্রেপ্তার বান্ধবী। শুক্রবার গ্রেপ্তার করা হয়েছিল তাঁর অরিজিৎ পাত্র নামে এক বন্ধুকে। জানা গিয়েছে, ঘটনার দিন মাঝরাতে অরিজিৎ ১০ মিনিটের জন্য নাকি গেস্ট হাউসে এসেছিল। ফলে এই ঘটনার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে বান্ধবীকেও গ্রেপ্তার করা হয়। তবে কোথা থেকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে এখনও মুখ খোলেনি বিধাননগর পুলিশ (Bidhannagar Police)।

পুরুলিয়ার (Purulia) তুলিনের বাসিন্দা বছর পঁচিশের রনি দত্তকে সল্টলেকের এফই ব্লকের একটি গেস্ট হাউস থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গলায় ওড়না জড়ানো ছিল। পাশে অচৈতন্য অবস্থায় ছিলেন তাঁর বান্ধবী অনুশীলা চৌধুরী, তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মাস দুই ধরে তাঁরা ওই গেস্ট হাউসে লিভ-ইন (Live in relationship) বলে খবর। যুবকের রহস্যমৃত্যুর তদন্তে নামে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। গ্রেপ্তার হয় রনির বন্ধু কোন্নগরের (Konnagar) বাসিন্দা অরিজিৎ। তদন্তকারীদের অনুমান, অরিজিতের সঙ্গে অনুশীলার সম্প্রতি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তা নিয়ে অনুশীলা ও রনির মধ্যে গন্ডগোল শুরু হয় এবং ওই রাতে দু’জনের মধ্যে ধস্তাধস্তিও হয়।

Advertisement

[আরও পড়ুন: ১০৬ বছরের দীর্ঘ ইনিংস শেষ, প্রয়াত স্বাধীন ভারতের প্রথম ভোটার হিমাচলের শ্যাম শরণ নেগি]

মৃত যুবক রনি দত্তের দাদার অভিযোগ, তার ভাই ও ভাইয়ের প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবেই ছিলেন অরিজিৎ দত্ত। তা নিয়ে যুগলের মধ্যে অশান্তিও হত। সেদিন রাতেও গন্ডগোলের মাঝে ধস্তাধস্তিতে হাত ভেঙে গিয়েছে তরুণীর। সকালে উদ্ধার হয় রনির দেহ। মৃতের পরিবারের দাবি, প্রেমিকা, তাঁরা দাদা নির্ঝর চৌধুরী ও নতুন ‘প্রেমিক’ অরিজিৎ – তিনজনই দায়ী রনির মৃত্যুর জন্য। এই তিনজনের বিরুদ্ধে মৃত যুবককে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার। দায়ের হয়েছে মামলা।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, আগামী সপ্তাহে নদিয়ায় একাধিক কর্মসূচি]

পুলিশের প্রাথমিক অনুমান, রনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আর তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে বান্ধবী ও আরও ২ জন। ঠিক কী ঘটেছিল, বান্ধবীকে গ্রেপ্তারের পর তাই রহস্যের জট অনেকটাই খোলা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ