BREAKING NEWS

১৯ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ৩ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

HS Result 2021: কেন এত ছাত্র বিক্ষোভ? স্কুলগুলির কাছে জবাব তলব শিক্ষা সংসদের

Published by: Paramita Paul |    Posted: July 24, 2021 6:14 pm|    Updated: July 24, 2021 6:17 pm

HS Result 2021: Schools will talk to students over protest says WBCHSE | Sangbad Pratidin

মলয় কুণ্ডু: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের পর থেকেই জেলায়-জেলায় বিক্ষোভ। একাধিক স্কুলে চলছে ভাঙচুর। সেই ক্ষোভের আঁচ এসে পৌঁচেছে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের প্রধান কার্যালয়েও। এবার সেই ক্ষোভ প্রশমিত করতে হস্তক্ষেপ করল নবান্ন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শনিবার স্কুলগুলির জন্য একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি মহুয়া দাসকে ডেকে পাঠানো হয় নবান্নে। তাঁর সঙ্গে বৈঠক সারেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং শিক্ষা সচিব মণীশ জৈন।

উচ্চ মাধ্যমিকে প্রত্যাশার তুলনায় নম্বর কম এসেছে। আবার কেউ কেউ পাশ করতে পারেনি পরীক্ষায়। বিকল্প পদ্ধতিতে নম্বর দেওয়ার সময় সংসদে কিংবা স্কুলে গণ্ডগোল হয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের একাংশে। ফলপ্রকাশের জেরে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে। সেই ক্ষোভ সামাল দিতে সংসদকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে নবান্ন। ইতিমধ্যে স্কুলগুলির প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলছে সংসদ। বলা হয়েছে, ক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে দ্রুত কথা বলুক স্কুল কর্তৃপক্ষ। কেন পড়ুয়াদের ক্ষোভ, তা দ্রুত জেনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানাক তারা। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে ব্যবস্থা নেবে সংসদ।  দ্রুত এই প্রক্রিয়া শেষ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে সরকারি স্কুলগুলিতে।

[আরও পড়ুন: Higher Secondary: পাশ করানোর দাবি, সল্টলেকে শিক্ষা সংসদের সামনে রাস্তা অবরোধ ছাত্রীদের]

উচ্চ মাধ্যমিকে (Higher secondary) পাশের হার ৯৭.৬৯ শতাংশ। অঙ্কের হিসেবে মাত্র ২.৩১ শতাংশ ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। মাত্র ২.৩১ শতাংশ ছাত্রছাত্রী অকৃতকার্য হওয়ার পর শুক্রবার থেকে পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত রুমানা সুলতানার কান্দির স্কুলেও কম নম্বর পাওয়ায় বিক্ষোভ হয়েছে। এছাড়া বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়া (Nadia), হাওড়া (Howrah) -সহ বিভিন্ন জেলার স্কুলে বিক্ষোভে শামিল হয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। আবার খড়গপুরের এক স্কুলে ঢুকে ছাত্ররা টেবিল-চেয়ার ভাঙচুর করে বলেও অভিযোগ। বিক্ষোভকারীদের বক্তব্য, মার্কশিট তৈরির সময় ভুলত্রুটি হয়েছে। এবার সেই ক্ষোভ প্রশমন করতেই দ্রুত পদক্ষেপ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

[আরও পড়ুন: HS’এ কেন এত ফেল? সংসদ সভাপতি Mahua Das-এর রিপোর্ট তলব স্কুল শিক্ষা দপ্তরের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে