Advertisement
Advertisement

Breaking News

সেতু

বেহাল স্বাস্থ্য, মেরামতির জন্য ২ দিন বন্ধ দক্ষিণ কলকাতার জীবনানন্দ সেতু

১৬ আগস্ট থেকে মেরামতির কাজ শুরু হবে৷

Jibananada bridge will be closed for 2 days due to work
Published by: Sucheta Sengupta
  • Posted:August 9, 2019 2:17 pm
  • Updated:August 9, 2019 2:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধ হচ্ছে কলকাতার আরও একটি গুরুত্বপূর্ণ সেতু৷ দক্ষিণ কলকাতায় আনোয়ার শাহ রোড এবং বাইপাস সংযোগকারী জীবনানন্দ সেতুটি মেরামতির জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ৷ আগামী ১৬ আগস্ট থেকে দু দিনের জন্য বন্ধ থাকবে জীবনানন্দ সেতু৷ যার জেরে আনোয়ার শাহ রোড থেকে বিভিন্ন বাস, গাড়িকে ঘুরপথে যেতে হবে বাইপাস পর্যন্ত৷ ফলে অন্যান্য রাস্তাগুলিতে বাড়তি যানজটের আশঙ্কা থাকছে৷ তবে কেএমডিএ সূত্রে খবর, মেরামতির কাজ শেষ করতে ২ দিনই যথেষ্ট৷ তারপরই ফের খুলে যাবে জীবনানন্দ সেতু৷

[ আরও পড়ুন: শীঘ্রই জলের নিচে মেট্রো, টুইটারে ভিডিও পোস্ট করে জানালেন রেলমন্ত্রী]

প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে যাদবপুর থানার উলটোদিকে সোজা বাইপাস পর্যন্ত সেতুটি বেশ দক্ষিণ কলকাতার সংযোগের জন্য বেশ গুরুত্বপূর্ণ৷ এই সেতু দিয়ে বাইপাস গেলে সময় অনেকটা বাঁচে৷ তবে সম্প্রতি শহরের বিভিন্ন সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে৷ আর সেই পরীক্ষায় বিশেষ ভাল অবস্থা দেখা যায়নি জীবনানন্দ সেতুর৷ বেশ কয়েকটি জায়গায় ভাঙাচোরা রয়েছে৷ দিনের পর দিন যেভাবে এই সেতুর উপর গাড়ির চাপ বাড়ছে, তাতে অবিলম্বের মেরামত করা না হলে ভবিষ্যতে অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা ইঞ্জিনিয়ারদের৷

Advertisement

তাই সেই আশঙ্কা থেকে মুক্ত হতে তাঁরা দ্রুতই জীবনানন্দ সেতুর ভাঙা অংশ মেরামতির কাজ করতে চান৷ তাই ১৬ আগস্ট থেকে ২ দিনের জন্য তা বন্ধ রেখে কাজ চলবে৷ এদিকে, ১৫ থেকে ১৮ আগস্ট পর্যন্ত একই কারণে শিয়ালদহ ফ্লাইওভারও বন্ধ থাকবে৷ সেখানে কেএমডিএ-পুলিশ যৌথভাবে সেতুর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হবে৷ চারদিন শিয়ালদহ ফ্লাইওভার বন্ধ থাকায় উত্তর ও মধ্য কলকাতায় বাড়তি যানজটের আশঙ্কা করা হচ্ছে৷ তবে লালবাজারের ট্রাফিক কর্তারা আশ্বস্ত করছেন, ১৫ আগস্ট ছুটির দিনের পর ১৭ এবং ১৮ তারিখ শনি ও রবিবার পড়ায় যানজট বিশেষ হবে না৷

Advertisement

[ আরও পড়ুন: মিষ্টি খেতে বছরে ৯০ লাখ! চিত্তরঞ্জন সেবা সদনে তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ]

এর আগে একইভাবে বাঘাযতীন সেতু স্বাস্থ্যপরীক্ষায় ফেল করায় তা সাময়িকভাবে বন্ধ রেখে মেরামতির কাজ করা হয়েছিল৷ কাজ শেষে ফের খুলে দেওয়া হয় সেতু৷ শিয়ালদহ ফ্লাইওভার এবং জীবনানন্দ সেতুর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হবে বলে পূর্ত দপ্তর সূত্রে খবর৷ এভাবে শহরের এতগুলো নতুন-পুরনো সেতুর স্বাস্থ্যের উপর নজর রেখে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার এই উদ্যোগ যথেষ্ট প্রশংসিত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ