Advertisement
Advertisement
Abhijit Ganguly

আচমকা অবসরের সিদ্ধান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, যোগ দিচ্ছেন রাজনীতিতে!

সোমবার শেষবারের মতো এজলাসে যাবেন, যে মামলাগুলি তাঁর হাতে রয়েছে, সেগুলির নিষ্পত্তি করে মঙ্গলবার নিজের পদত্যাগপত্র পাঠাবেন রাষ্ট্রপতির কাছে, সংবাদমাধ্যমে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Justice of Calcutta HC Abhijit Ganguly resigns, likely to join politics

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 3, 2024 2:12 pm
  • Updated:March 3, 2024 7:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে বড়সড় চমক। আচমকা অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার এই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন। জানালেন, মঙ্গলবার তিনি পদত্যাগপত্র (Resign)জমা দেবেন রাষ্ট্রপতির কাছে।  রাজনীতিতে যোগদানের কথাও স্পষ্টভাবেই জানালেন। তাঁর কথায়, ”রাজনীতিতে যোগ দেব কি না, তা সময়ই বলবে। তবে ক্ষমতাসীন দলের নানা মামলায় আমার রায় পছন্দ না হলেই যেভাবে আমার বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আমাকে বলা হয়েছে, ময়দানে নামতে। তা ভেবেই আমি ময়দানে নামতে চাই। দেখা যাক।” তবে কি প্রার্থী হবেন? তাতে বিচারপতির উত্তর, ”সেটা আমার উপর নির্ভর করে না।” ওয়াকিবহাল মহলের মত, কলকাতার কোনও একটি আসন থেকে আসন্ন লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রার্থী হচ্ছেন তিনি। 

বিচারবিভাগীয় মহল তো বটেই, সামগ্রিকভাবে রাজ্যের নানা মহলেই অত্যন্ত আলোচিত ব্যক্তি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সম্প্রতি তাঁকে নিয়ে রাজনৈতিক মহলেও তুুমুল সমালোচনা হয়েছে। রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় এজলাসে বসে মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে নানা কথা বলতে শোনা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে।  সেসব নিয়ে  তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh) কার্যত তাঁকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, ”অবসরের বেশিদিন বাকি নেই। তার আগেই আপনি স্বেচ্ছাবসর নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে। তার পর দেখা যাবে।” 

Advertisement

[আরও পড়ুন: অবতরণের সময় ককপিটে চোখ ধাঁধানো লেজার লাইট! দমদম বিমানবন্দরে বড় দুর্ঘটনার আশঙ্কা]

কুণাল ঘোষের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত সুসম্পর্ক সত্ত্বেও রবিবার নিজের পেশা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানানোর সময় তিনি কিন্তু সেই চ্যালেঞ্জের প্রসঙ্গ তুললেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাফ বক্তব্য, ”ক্ষমতাসীন দলে নানা মুুখপাত্রই আমাকে নানা সময়ে চ্যালেঞ্জ জানিয়েছেন। চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান তাঁরা জানিয়েছেন, সেই আহ্বান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান তাঁরা জানিয়েছেন, সেই আহ্বান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।’’

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর জন্য বন্ধ স্কুলের পঠনপাঠন, কমিশনকে চিঠি ব্রাত্য বসুর]

বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা রয়েছে আমজনতার কাছে। নানা অনুষ্ঠানে তিনি গেলেই জনতা ঘিরে ধরে। তাঁরা মনে করেন, দুর্নীতির জেরে যোগ্যতা সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিতদের সুবিচার পাইয়ে দিতে পারেন একমাত্র বিচারপতি গঙ্গোপাধ্যায়ই। এখন তিনি বিচারপতি হিসেবে পদত্যাগ করলে তাঁরা সুরাহা পাবেন কীভাবে? এর জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ”আমি সকলকে বলব, আপনারা নিজেদের শুভবুদ্ধি দিয়ে এবার বিচার করুন রাজনৈতিক দলগুলিকে। কারণ, আপনারা রুখে না দাঁড়ালে বাংলার সুদিন ফিরবে না। রাজ্যে যা চলছে, অপমানজনক। যারা শাসক হিসাবে দেখা দিয়েছে, তারা রাজ্যের উপকার করতে পারবে বলে মনে হয় না।” 

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ