Advertisement
Advertisement

বারুইপুরে তল্লাশির নামে পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ বিজেপি নেতাদের

অভিযোগ, হিমন্ত বিশ্বশর্মাকে প্রচারে বাধা দিচ্ছে প্রশাসন৷

Kolkata police raids Baruipur hotel, BJP leader alleged harassment
Published by: Monishankar Choudhury
  • Posted:May 16, 2019 1:55 pm
  • Updated:May 16, 2019 3:15 pm

মণিশংকর চৌধুরি: লোকসভা নির্বাচনের সপ্তম দফার আগেই তুঙ্গে বিজেপি-তৃণমূল কংগ্রেস তরজা৷ একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে উভয় পক্ষই৷ এহেন পরিস্থিতিতে বারুইপুরের একটি হোটেলে তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশ৷ ওই হোটেলেই রয়েছেন অসমের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব-সহ ১২ জন বিজেপি নেতা৷

[ভূলুণ্ঠিত বিদ্যাসাগরের মূর্তি, তিলোত্তমায় প্রতিবাদের ঝড়]

Advertisement

বৃহস্পতিবার ১১.৩০টা নাগাদ বারুইপুরের হোটেল গ্যালাক্সিতে হানা দেয় সিআইডি-র একটি দল৷ হোজাই বিধানসভা আসনের বিজেপি বিধায়্ক শিলাদিত্য দেবের অভিযোগ, তাঁদের উপস্থিতির কথা জানতে পেরেই হোটেলে হানা দিয়েছে পুলিশবাহিনী৷ অযথা হেনস্তা করা হয়েছে তাঁদের৷ একপ্রকার জোর করে তাঁদের ব্যাগ খুলে তল্লাশি চালায় পুলিশ৷ সঙ্গে হাতিয়ার রয়েছে কি না, কত টাকা রয়েছে, এহেন প্রশ্ন করে অযথা হেনস্তা করা হয় তাঁদের৷ তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কাজ করছে পুলিশ৷ তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি বিধায়ক বলেন, “এ কেমন গণতন্ত্র৷ আমরা বাংলায় দলীয় প্রচারে এসেছি৷ সেখানে আমাদের বাধা দিচ্ছে শাসকদল৷ পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? হিমন্ত বিশ্বশর্মাকে প্রচারে বাধা দিচ্ছে প্রশাসন৷”

Advertisement

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে প্রশ্ন করা হলে শিলাদিত্যবাবু বলেন, “অসমে কোনও নবজাতকের মাথা স্বাভাবিকের চাইতে বড় হলে বলা হয় বিদ্যাসাগর জন্মেছেন৷ ওই মনীষীর প্রতি অসমের মানুষের শ্রদ্ধা অত্যন্ত গভীর৷ তাই আমাদের দল কোনওভাবেই এই কাজ করতে পারে না৷ সমস্তটাই সাজানো ঘটনা৷ এর নেপথ্যে রয়েছে তৃণমূল৷” সব মিলিয়ে এই মুহূর্তে বাংলায় শাসক তৃনমূল ও বিজেপির মধ্যে বেনজির সংঘাতে উত্তপ্ত রাজ্য রাজনীতি৷          

[সীমান্তে ওত পেতে পাকিস্তানি ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম মোতায়েন করছে ভারত]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ