Advertisement
Advertisement
Kolkata weather

Weather Update: এক রাতে ৬ ডিগ্রি নামল কলকাতার পারদ, বছর শেষে ঠান্ডায় কাঁপছে তিলোত্তমা

বছরের শেষদিনেও কি হাড় কাঁপানো শীত?

Kolkata witnesses temperature drop, city witnesses cold day | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 29, 2022 9:40 am
  • Updated:December 29, 2022 10:00 am

নিরুফা খাতুন: অবশেষে শীত ফিরল কলকাতায়। বছর শেষে জমাটি শীতের আমেজ কলকাতায়। বৃহস্পতিবার পনেরোর ডিগ্রির নিচে তিলোত্তমার তাপমাত্রা। এক রাতে ছয় ডিগ্রি নেমেছে উষ্ণতার পারদ। হাওয়া অফিস বলছে, আজ ও কাল অর্থাৎ শুক্রবার এরকমই থাকবে আবহাওয়া। শনিবার সামান্য বাড়বে তাপমাত্রা। তবে শীতের আমেজ বজায় থাকবে। কিন্তু শহরবাসীর প্রশ্ন এখন একটাই, বর্ষশেষ ও বর্ষবরণের দিনও কি শীতের আমেজ থাকবে?

পৌষ মাসেও রীতিমতো ঘামছিল কলকাতাবাসী। উধাও হয়েছিল শীত। তবে একরাতেই বদলে গেল ছবি। একধাক্কায় অনেকটা কমল তাপমাত্রা। ফলে বছর শেষে রাজ্যজুড়ে জমাটি শীতের আরও একটা স্পেল শুরু। উত্তুরে হাওয়া বইছে। তবে এই আবহাওয়া স্থায়ী হবে মোটে দু’দিন।

Advertisement

[আরও পড়ুন: বয়ানে লাগাতার অসঙ্গতি, বাগনানে ভিনরাজ্যের ইউটিউবার খুনে গ্রেপ্তার স্বামী]

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শনিবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রার পারদ। দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে উষ্ণতা। ফলে বর্ষশেষে ও বর্ষবরণে কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা থাকছে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন সকাল থেকে কলকাতা কুয়াশাচ্ছন্ন। পরে পরিষ্কার হয় আকাশ। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি।

আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। দু’দিন পর থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে উত্তর-পশ্চিম ভারতে। আগামী ২৪ ঘণ্টায় কোনও পরিবর্তন নেই মধ্য ভারতের রাজ্যগুলিতে। তারপর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়বে বা একই থাকবে। তারপর থেকে পরবর্তী কয়েক দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পড়ে বলে অনুমান আবহাওয়াবিদদের।

[আরও পড়ুন: বয়ানে লাগাতার অসঙ্গতি, বাগনানে ভিনরাজ্যের ইউটিউবার খুনে গ্রেপ্তার স্বামী]

বর্ষশেষ ও বর্ষবরণে শৈত্যপ্রবাহের সঙ্গে শীতল দিনের সতর্কতা রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলের রাজ্যগুলিতে। পাঞ্জাব,হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শনি, রবি ও সোমবার শীতল দিনের সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement