Advertisement
Advertisement

Breaking News

Coromandel train crash

ওড়িশা ট্রেন দুর্ঘটনার তদন্ত চাপা দিতে রেলে ঢালাও বদলি? শুভেন্দুকে নিশানা করে প্রশ্ন কুণালের

সিবিআই তদন্ত চলাকালীনই আবারও কাঠগড়ায় রেল।

Kunal Ghosh trains gun at Suvendu Adhikari on Coromandel train crash । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 23, 2023 2:41 pm
  • Updated:June 23, 2023 2:41 pm

স্টাফ রিপোর্টার: বালেশ্বরের বাহানাগা বাজারের রেল দুর্ঘটনায় বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। সিবিআই তদন্ত চলাকালীনই আবারও কাঠগড়ায় রেল। ঘটনা ধামাচাপা দিতে দক্ষিণ পূর্ব রেলে এবার ঢালাও বদলির অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই তথ‌্য সামনে এনে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তৃণমূলের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। টুইট করে সেই বদলির নির্দেশ সামনে এনে দিয়েছেন তিনি।

প্রথমেই প্রশ্ন তোলেন, ‘বালেশ্বরের বাহানাগা বাজারে তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ও মৃত্যুমিছিলের পর আচমকা রেলে ঢালাও বদলি। যদি নিজেদের গাফিলতি না থাকবে, তাহলে এতবড় বদলি কেন?’ এরপরই শুভেন্দুকে তাঁর তোপ, ‘হ‌্যালো গদ্দার, কেন্দ্রের সার্কুলার আমাদের কাছেও আসে। অডিও ক্লিপ ফাঁস নিয়ে যে এত হুমকি আর কাঠি দিলে, তার কিছু এগলো?’

Advertisement

[আরও পড়ুন: মিলেছে ৩১৫, বাকি ৪৭৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি কমিশনের, পালটা চাপে কেন্দ্র]

কুণালের টুইটার থেকে যে বদলির নির্দেশের তথ‌্য সামনে আসে, তাতে দেখা যাচ্ছে, খড়গপুরের ডিআরএম সাজ্জাদ হাসমিকে বদলি করা হয়েছে। সেই জায়গায় আনা হয়েছে আজমেঢ়ের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম‌্যান কে আর চৌধুরিকে। সাউথ ইস্টার্নের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম‌্যানেজার মহম্মদ ওয়াইসকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে বদলি করা হয়েছে। সেই জায়গায় পাঠানো হল সাউথ ইস্টার্নেরই আরেক আধিকারিক সাত‌্যকি নাথকে।

সাউথ ইস্টার্নের প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার চন্দন অধিকারীকে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে বদলি করা হয়েছে। সাউথ ইস্টার্ন রেলওয়ের আরপিএফের আইজি ডি বি কাসভকে ইন্টিগ্রাম কোচ ফ‌্যাক্টরিতে পাঠানো হয়েছে। ইস্টার্ন রেল থেকে চিফ সেফটি অফিসার সুমিত সরকার এলেন চন্দন অধিকারীর জায়গায়। সাউথ ইস্টার্নের সিগন‌্যাল টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার পি এম শিকদারকে নর্থ সেন্ট্রাল রেলওয়েতে। হঠাৎ করে এভাবে সিবিআই তদন্ত চলার মধ্যেই তাঁদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: মনোনয়নের নথি বিকৃতি মামলায় এখনই CBI তদন্ত নয়, অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement