Advertisement
Advertisement

Breaking News

শনিবার রাত থেকে ১৬ ঘণ্টা বজবজ-মাঝেরহাট রুটে বন্ধ থাকবে ট্রেন চলাচল

ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের৷

Local train service will be halted in Budgebudge-Majerhat route From today night
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 29, 2018 4:01 pm
  • Updated:September 29, 2018 4:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছে৷চরম দুর্ভোগে পড়েছেন বেহালা-সহ দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ এলাকার মানুষ৷শনিবার রাত থেকে আবার শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজ থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচলও বন্ধ হয়ে যাবে৷রেল সূত্রে খবর, শেষ ট্রেনটি মাঝেরহাট স্টেশন ছেড়ে যাবে রাত ১০টা ১০-এ৷ রবিবার বিকেল ৪.১০ থেকে ফের চালু হবে ট্রেন৷ অর্থাৎ পরিষেবা বন্ধ থাকবে ১৬ ঘণ্টা৷ তবে নিউ আলিপুর থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেন চলবে৷

[ স্কুল চলাকালীন শিক্ষকদের দিয়ে নির্বাচনের কাজ আর নয়, নির্দেশ হাই কোর্টের]

Advertisement

দক্ষিণ শহরতলির ডায়মন্ডহারবার রোডের একেবারেই লাগোয়া মাঝেরহাট রেল স্টেশন৷ স্টেশনে ঠিক উপরেই যান চলাচলের সেতু৷ সেতুটি মাঝেরহাট ব্রিজ নামে পরিচিত৷ বেহালা, ঠাকুরপুর-সহ দক্ষিণ শহরতলি যাঁরা থাকেন, এই মাঝেরহাটে ব্রিজ যাতায়াত করতে হয় তাঁদের৷ সোজা কথায়, দক্ষিণ শহরতলির সঙ্গে শহরের বাকি অংশের সংযোগ রক্ষা করেছে এই সেতুটিই৷ গত ৪ সেপ্টেম্বর আচমকাই ভেঙে পড়ে মাঝেরহাটে ব্রিজের একাংশ৷ সেতুর নিচে চাপা পড়ে মারা যান তিনজন৷ আহত হন কমপক্ষে ২৪ জন৷ এদিকে সেতু বিপর্যয়ের কারণে দক্ষিণ শহরতলির ট্রাফিক ব্যবস্থাও তালগোল পাকিয়ে গিয়েছে৷ ঘুরপথে যাতায়াত করতে গিয়ে নিত্যযাত্রীদের দুর্ভোগের একশেষ৷

আগামী এক বছরের মধ্যে মাঝেরহাট ব্রিজ ভেঙে ফেলে নয়া সেতু তৈরির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার৷ বস্তুত, মাঝেরহাটে সেতু ভাঙার কাজ চলছে জোরকদমে৷ মানুষের ভোগান্তি কমাতে বিকল্প রাস্তা তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ মাঝেরহাট স্টেশনে লেভেল ক্রসিং তৈরির অনুমতি দিয়েছে রেল৷পূর্ব রেল সূত্রে খবর, শনিবার রাত ১০টা ১০ থেকে রবিবার বিকেল ৪টা ১০ পর্যন্ত ট্রাফিক পাওয়ার ব্লক করে লেভেল ক্রসিং তৈরি কাজ চলবে৷ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ থাকবে না৷ তাই ১৬ ঘণ্টা শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজ থেকে মাঝেরহাট পর্যন্ত চলবে না লোকাল ট্রেন৷ তবে শিয়ালদহ থেকে নিউ আলিপুর পর্যন্ত পরিষেবা চালু থাকবে৷   

[ দেনার দায়ে ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা, গড়িয়ায় চাঞ্চল্য

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement