সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর পর ক্যাবিনেট বৈঠকে পুলিশের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পুজোয় বাংলায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই দাবি তাঁর। এছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে ছটপুজোর জন্য অতিরিক্ত ছুটিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
পুজোর পর বুধবার আলিপুরের সৌজন্য ভবনে পুলিশের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশকে রাস্তার ভিড় সামলে যানচলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে একশো শতাংশ নম্বর দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, “পুজোয় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুজোয় ভাল কাজ করেছে পুলিশ। “
[আরও পড়ুন: মেয়ের গলা নকল করে ফোন! ম্যাট্রিমনি সাইটে অভিনব প্রতারণার শিকার যুবক]
অমর্ত্য সেনের পর অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও মজে রয়েছে গোটা বাংলা। এই প্রসঙ্গ তুলে এদিন বাংলা নিয়ে গর্ববোধ করছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলা আমাদের গর্ব। বাঙালি নোবেল পেয়েছে। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।” রাজ্যের কোটি কোটি টাকা ধার থাকা সত্ত্বেও উন্নয়নের ধারা অব্যাহত বলেও এদিনের সাংবাদিক বৈঠকে আরও একবার সেকথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।