Advertisement
Advertisement
Mamata Banerjee

ওরা আমায় দেখতে পারে না, কিন্তু বাংলায় বসেই ইন্ডিয়া জোট চালাতে পারি: মমতা

মোদির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধান বিরোধী নেত্রী হিসাবে ক্রমেই উজ্জ্বল হয়ে উঠেছেন।

Mamata Banerjee says she can lead the India Alliance from Bengal
Published by: Biswadip Dey
  • Posted:December 6, 2024 8:24 pm
  • Updated:December 6, 2024 8:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোট তিনিই তৈরি করেছিলেন। প্রয়োজনে বাংলায় বসেই তা চালনাও করতে পারেন। শুক্রবাসরীয় সন্ধ্যায় নিউজ ১৮ বাংলার সম্পাদক বিশ্ব মজুমদারকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে মোদির বিরুদ্ধে মমতাকেই প্রধান বিরোধী নেত্রী হিসাবে তুলে ধরার প্রয়োজনীয়তা ক্রমেই উজ্জ্বল হয়েছে। এদিন ফের সেই প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট সম্পর্কে বলতে গিয়ে জানান, ”আমি তো ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়েছিলাম।” কিন্তু সেই জোট সেভাবে একজোট হতে পারছে না কেন এই প্রসঙ্গে তিনি বলেন, ”রাখতে পারছে না তো আমি কী করব? আই অ্যাম নট লিডিং দ্যাট ফ্রন্ট। যারা লিডার, তাদের এটা দেখা উচিত। তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে। আই মেনটেন দ্য বেস্ট রিলেশন।”
সেক্ষেত্রে এই জোটের নেতৃত্বে কি তাঁকে দেখা যেতে পারে না? এমন প্রশ্নের জবাবে মমতাকে বলতে শোনা যায়, ”যারে দেখতে নারি তার চলন ব্যাঁকা। আমাকে দেখতেই পারে না… তবে আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি… যদিও আমি তা চাই না। আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি, শেষ নিশ্বাস এখানেই ত্যাগ করব। কারণ বাংলাকে আমি এতটাই ভালোবাসি। কিন্তু এটুকু আমি মনে করি, এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে পারি।”

Advertisement

প্রসঙ্গত, বাংলার উপনির্বাচনে ৬টির মধ্যে ৬টিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে সদ্য মহারাষ্ট্রে বিপর্যয়ের মুখে পড়েছে কংগ্রেস। ১০২টি আসনে লড়ে হাত শিবির জয় পেয়েছে মাত্র ১৬টিতে। বিজেপির সঙ্গে সম্মুখ সমরে যেভাবে কংগ্রেস বার বার মুখ থুবড়ে পড়েছে, সেখানে ঘাসফুল শিবির ধাক্কা দিতে সমর্থ হয়েছে পদ্ম শিবিরকে। ফলে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, মোদির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধান বিরোধী নেত্রী হিসাবে ক্রমেই উজ্জ্বল হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতে এদিন মমতা পরিষ্কার জানালেন, বাংলার মাটি থেকে প্রয়োজনে বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটকে তিনি নেতৃত্ব দিতেই পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement