BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

নবান্নের সামনে আত্মহত্যার চেষ্টা, শনিবার হাসপাতালে মৃত্যু যুবকের

Published by: Shammi Ara Huda |    Posted: November 3, 2018 4:02 pm|    Updated: November 3, 2018 4:02 pm

Man who tried self-immolation near Nabanna, dies

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার নবান্নের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন যুবক। শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম সঞ্জয় সাহা। জানা গিয়েছে, বেআইনি প্রোমোটিংয়ে বাধা দিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন সঞ্জয়। তারপরেই গতকাল নবান্নের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। পরে তড়িঘড়ি তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। এদিন সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

মৃতের স্ত্রীর অভিযোগ, স্থানীয় প্রোমোটার ও তৃণমূল নেতা তাঁর স্বামীকে হেনস্তা করেন। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জয়বাবু। দিন কয়েক আগে এলাকায় বেআইনি প্রোমোটিংয়ের কাজ শুরু হলে প্রতিবাদ করেছিলেন তিনি। এনিয়েই অশান্তির সূত্রপাত। এই প্রতিবাদের জেরে ওই যুবককে ডেকে হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় এলাকার এক তৃণমূল নেতার জড়িত থাকার খবরও পাওয়া গিয়েছে। তবে ওই নেতার নাম এখনও সামনে আসেনি। পাড়ায় এভাবে অপদস্থ হওয়ার পর অবসাদে ভুগতে থাকেন সঞ্জয়বাবু। গত মঙ্গলবার আত্মহত্যার চেষ্টাও করেন। প্রতিবেশীদের চেষ্টায় সেই যাত্রায় প্রাণে বেঁচেও যান তিনি।

[ডানলপে ব্রিজে হাইটবার ভেঙে বিপত্তি, স্তব্ধ যান চলাচল]

ফের শুক্রবার বিকেলে নবান্নের সামনে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা তাঁকে ধরে ফেলেন। নবান্ন চত্বরে প্রচুর লোক থাকায় সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। তড়িঘড়ি আগুন নিভিয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন সকালে এসএসকেএমেই ওই যুবকের মৃত্যু হয়।

[শহরে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট-সহ ধৃত অসমের যুবক]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে