ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে যেতে চেয়েও পারেননি। মেলেনি অনুমতি। কিন্তু উত্তর-পূর্বের রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে সেখানকার মানুষজনের পাশে থাকতে ফের যেতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চ থেকে সেই ইচ্ছাই প্রকাশ করলেন তিনি। তবে এবার মুখ্যমন্ত্রী একা নন, বিরোধী INDIA জোটের কয়েকজন মুখ্যমন্ত্রী মণিপুরে যান, সেটাই চান বাংলার মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে ধর্মতলায় শহিদ দিবসের (TMC 21 July Rally) অনুষ্ঠান মঞ্চে প্রস্তুতি দেখতে যান। প্রতি বছরই তিনি একুশের আগের দিন সন্ধ্যায় নিজে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেন তৃণমূল নেত্রী। এবারও তার ব্যতিক্রম হল না। এবছর আবার পঞ্চায়েত ভোটের (Panchayat Election) সাফল্য উদযাপন হবে একুশের মঞ্চেই। রেকর্ড ভিড় হওয়ার আশা ঘাসফুল শিবির। তবে এসবের মাঝেও অশান্তি মণিপুরের দিকে বরাবর নজর রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন শহিদ দিবস নিয়ে তা নিয়েই মূলত প্রতিক্রিয়া দিলেন তিনি।
সদ্যই বেঙ্গালুরুতে শেষ হয়েছে বিরোধী বৈঠক। গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিরোধী জোটের নতুন নামকরণ হয়েছে – INDIA (ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স)। মোট ২৬ টি দল বিজেপি বিরোধিতায় একজোটে সরব। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ”মণিপুর যেতে চাই। চিঠি দিয়েছিলাম। আমায় যেতে দেবে না। আমি চাই, তবে INDIA জোট থেকে কয়েকজন মুখ্যমন্ত্রী যান। আমি কথা বলছি।” এর আগে তিনি মুখ্যমন্ত্রী মণিপুরে নারী নির্যাতন নিয়ে ভাইরাল হওয়া ভিডিও (Viral Video) টুইটে তীব্র ক্ষোভ ক
এদিন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ। প্রস্তুতি মঞ্চের পাশে আজই পারফর্ম করে ‘জয়ী’ ব্যান্ড। গায়কদের হাত থেকে গিটার চেয়ে নিয়ে বাজালেন নেত্রী নিজেও। শুক্রবারও গান গাইবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ব্যান্ড। তাঁদের জন্য আলাদা জার্সিও তৈরি হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.