ছবি: প্রতীকী।
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সিপিএমের (CPM) নয়া রাজ্য সম্পাদকমণ্ডলী তৈরি নিয়ে শুরু হয়ে গিয়েছে কাটাকুটি খেলা। পুরনো কমিটির বড় সংখ্যক নেতা বাদ পড়ছেন। প্রায় হাফ ডজন চেয়ার ফাঁকা হচ্ছে। একাধিক নতুন মুখ আসছে নিশ্চিতভাবে। গুরুত্ব পাচ্ছে নবীন প্রজন্ম। পার্টি ক্ষয়িষ্ণু হলেও এখনও বঙ্গ সিপিএমের শীর্ষ কমিটিতে জায়গা পেতে তাই ‘দাদা’ ধরতে নেমে পড়েছেন অনেক পরিচিত কমরেড। এখন দেখার, দীর্ঘদিন পর বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্য, রবীন দেবদের জায়গায় তাপস সিনহা-শমীক লাহিড়ী-মীনাক্ষী মুখোপাধ্যায়রা আসছেন কি না।
আলিমুদ্দিনে আগামী ২৭ ও ২৮ এপ্রিল বসছে সিপিএমের রাজ্য কমিটির দু’দিনের বৈঠক। শেষ দিনেই নয়া সম্পাদকমণ্ডলী (CPM state committee) গঠন হওয়ার কথা। রাজ্য কমিটি থেকে সরে যাওয়ায় এবার সম্পাদকমণ্ডলীতেও থাকছেন না সিপিএমের একাধিক প্রবীণ নেতৃত্ব। এই তালিকায় রয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্য, রবীন দেব, মৃদুল দে, মিনতি ঘোষ। স্বভাবতই এই ছ’জনের জায়গায় নতুন কারা আসবেন, তা নিয়েই জোর জল্পনা পার্টির অন্দরে। ছ’টি ফাঁকা পদের জন্য দাবিদারের সংখ্যা অবশ্য অনেক। কেন্দ্রীয় কমিটিতে (Central Committee) গিয়েছেন দেবলীনা হেমব্রম। তাই পদাধিকারবলে এই আদিবাসী নেত্রীকে রাজ্য সম্পাদকমণ্ডলীতে নিয়ে আসা হতে পারে। মহিলা নেত্রী অঞ্জু কর, কনীনিকা ঘোষকেও কমিটিতে আনার প্রস্তাব রয়েছে। শমীক লাহিড়ী ও সুমিত দে সম্পাদকমণ্ডলীতে আসতে পারেন বলে খবর।
কান্নুর পার্টি কংগ্রেসে (Party Congress) কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া শমীক লাহিড়ী ও সুমিত দে যদি সম্পাদকমণ্ডলীতে আসেন, তবে বিশেষ অনুমতি নিতে হবে তাঁদের। কারণ, জেলা-রাজ্য ও কেন্দ্রীয় কমিটি – তিন স্তরেই বিভিন্ন পদে রয়েছেন তাঁরা। অন্যথায় দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলা পার্টির সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে শমীক ও সুমিতকে। সেক্ষেত্রে শমীকের জায়গায় রাহুল ঘোষ ও সুমিতের জায়গায় অলোকেশ দাশ, মেঘলাল শেখ ও এম এস সাদি-র মধ্যে একজনের নাম চূড়ান্ত হবে। কমিটিতে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, দুই মেদিনীপুরের পাশাপাশি উত্তরবঙ্গের নেতাদেরও আনুপাতিক বিন্যাসে রাখা হবে বলে দাবি।
রাজ্য সম্পাদকমণ্ডলীতে দার্জিলিংয়ের (Darjeeling) সমন পাঠক, তাপস সিনহা ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের আসা প্রায় নিশ্চিত। এই প্রথম হুগলি থেকে জেলা সম্পাদক দেবব্রত ঘোষ আসতে পারেন কমিটিতে। নবীন মুখ হিসাবে রাজ্য কমিটিতে ঠাঁই পেতে পারেন সায়নদীপ মিত্র। সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাড়াতে মুর্শিদাবাদের জেলা সম্পাদক জামির মোল্লাকেও সম্পাদকমণ্ডলীতে নেওয়া হতে পারে। দৌড়ে অজস্র নাম থাকলেও বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অসুস্থ গৌতম দেবের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। চূড়ান্ত তালিকায় শেষবেলায় চোখ বোলাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও (Buddhadeb Bhattacharya)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.