Advertisement
Advertisement
কসবার বহুতলে আগুন

কসবার বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ৪টি দমকল

ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Massive fire breaks out on one of the building at Kasba
Published by: Sandipta Bhanja
  • Posted:February 13, 2020 12:18 pm
  • Updated:February 13, 2020 12:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকাল নাগাদ আগুন লাগল কসবার এক বহুতলে। ঘটনাস্থলে ইতিমধ্যেই ৪টি দমকল ইঞ্জিন পৌঁছেছে।

সূত্রের খবর, কসবা এলাকার ওই বহুতল শুটিং স্পট হিসেবে ভাড়া দেওয়া হত। কিন্তু বৃহস্পতিবার কোনও শুটিং দল সেখানে ছিল না বলেই জানা গিয়েছে। সকাল তখন সাড়ে দশটা। বৃহস্পতিবার ঠিক এই সময়েই আগুন লাগে শহরের অন্যতম জনপ্রিয় মল অ্যাক্রোপলিসের কাছে শান্তিপল্লীর একটি বাড়িতে। তৎক্ষণাৎ দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে যায় ৪টি ইঞ্জিন। একপ্রকার যুদ্ধকালীন তৎ‍‌পরতার সঙ্গেই প্রায় চলে আগুন নেভানোর কাজ। একে ঘিঞ্জি এলাকা, তার উপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষর্শীদের কথায়, আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই বাড়ি থেকে একপ্রকার খালি পায়ে রাস্তায় বেরিয়ে পড়েন আশপাশের বাড়ির মানুষজন।

Advertisement

[আরও পড়ুন: ‘৬০-৬২টা আসনে জিতব’, আইআইটি’র সহপাঠীদের আশ্বস্ত করেছিলেন কেজরিওয়াল]

কীভাবে ওই আগুন লাগল? প্রাথমিক তদন্তের পর অনুমান শট সার্কিটের জেরে আগুন লাগতে পারে। যদিও, সে কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও ভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: শুনানির LIVE সম্প্রচার হবে ইউটিউবে, নজিরবিহীন সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ