Advertisement
Advertisement

Breaking News

Dum Dum

দমদমে দাউদাউ করে জ্বলছে ঝুপড়ি, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

দমদমের হনুমান মন্দিরের কাছে ছাতাকলের লাগোয়া বসতিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে একের পর এক ঘর। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

Massive fire broke out in Dum Dum

নিজস্ব চিত্র

Published by: Sayani Sen
  • Posted:April 13, 2024 12:51 pm
  • Updated:April 13, 2024 2:16 pm

বিধান নস্কর, দমদম: দমদমের হনুমান মন্দিরের কাছে ছাতাকলের লাগোয়া বসতিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে একের পর এক ঘর। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

শনিবার বেলা বারোটা নাগাদ প্রথম একটি খাটালে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বসতিতে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ শুরু হয়। তার ফলে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলেও। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুক্ষণ পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান, ভারতীয়দের কী বার্তা বিদেশমন্ত্রকের?]

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়া দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও অদিতি মুন্সিও ঘটনাস্থলে পৌঁছন। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। দমকলের রোবট আগুন নেভানোর কাজে সাহায্য করছে বলেই জানান দমকল মন্ত্রী। এদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই দাবি স্থানীয়দের। অগ্নিকাণ্ডের জেরে একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। প্রায় ৫০-৬০টি ঘর পুড়ে ছাই। চোখের সামনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় এলাকায় উঠেছে কান্নার রোল।

Advertisement

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলা: জ্যোতিপ্রিয়-সহ ৩ জনের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ