Advertisement
Advertisement
Massive fire

নিউটাউনের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত কমপক্ষে ৩৫টি ঘর

অগ্নিকাণ্ড কাঁকিনাড়ার নফরচাঁদ জুটমিলেও।

Massive fire broke out in Newtown ।Sangbad Pratidin

ছবি:প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:November 14, 2020 7:58 pm
  • Updated:November 14, 2020 7:58 pm

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: কালীপুজোর (Kali Puja 2020) সন্ধেয় বড়সড় অঘটন। বড়সড় অগ্নিকাণ্ডে কার্যত জতুগৃহের চেহারা নিল জ্যাংরার হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের ঘুণী এলাকার গৌরাঙ্গনগর নিবেদিতা পল্লি। এখনও পর্যন্ত পুড়ে ছাই ঝুপড়ির ৩৫টি ঘর।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সন্ধেয় আচমকাই একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পান তাঁরা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। আগুন (Fire) ক্রমশই ঝুপড়ির একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, কমপক্ষে ঝুপড়ির ৩৫টি ঘর আগুনের গ্রাসে চলে যায়। খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। তবে ওই ঝুপড়ি এলাকা এতটাই ঘিঞ্জি যে এখনও পর্যন্ত সরাসরি আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছনো সম্ভব হয়নি। মোটা পাইপের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে মাথা গোঁজার আশ্রয়টুকুও হারিয়ে যাওয়ায় হতাশ সকলেই।

Advertisement

[আরও পড়ুন: ট্যাঙ্কারের চাকায় পিষে গেল মাথা, মোমিনপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি মহিলার]

এদিকে, কাঁকিনাড়ার নফরচাঁদ জুটমিলে বিকেল বেলায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা মিলে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কোন হতাহতের খবর নেই। তবে এই অগ্নিকাণ্ডের ফলে ফের কবে জুটমিলে কাজ শুরু হবে তা নিয়ে সন্দিহান মিল কর্তৃপক্ষ এবং শ্রমিকরা।

Advertisement

[আরও পড়ুন: চাহিদার ঠ্যালায় আকাশছোঁয়া ফুলের দাম, বাজারে দাপট প্লাস্টিকের জবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ