সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউটাউনে তথ্য ও প্রযুক্তি সংস্থা টিসিএস বিল্ডিংয়ের সামনে খাবারের দোকানে ভয়াবহ আগুন লাগে রবিবার গভীর রাতে। সিলিন্ডার ফেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। টিসিএস-এরই এক নিরাপত্তাকর্মী আগুন নেভাতে গেলে সিলিন্ডার ফেটে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ২টো নাগাদ একটি খাবারের দোকানে প্রথম আগুন লাগে। সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে পাশের দোকানেও। খাবার দোকানে রাখা সিলিন্ডারগুলি ফাটতে থাকে। এই দোকানগুলিতেই সংস্থার কর্মীরা খাওয়াদাওয়া করতেন। সেই সময় জয়ন্ত মণ্ডল নামে টিসিএস-এর এক নিরাপত্তাকর্মী আগুন নেভাতে গেলে সিলিন্ডার বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়। আগুন এখন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। গোটা এলাকা এখনও থমথমে।
দেখুন ভিডিও: