Advertisement
Advertisement
Dumdum Airport

ভোটের মুখে ফের শহরে মিলল আগ্নেয়াস্ত্র, এয়ারপোর্ট চত্বর থেকে গ্রেপ্তার দুষ্কৃতী

পুলিশ বিমানবন্দর সংলগ্ন কৈখালি এলাকায় হানা দেয়।

Miscreant arrested with firearm from Dumdum Airport Area

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:April 10, 2024 1:52 pm
  • Updated:April 10, 2024 1:52 pm

বিধান নস্কর, দমদম: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। সব রাজনৈতিক দলই প্রচারে ব্যস্ত। নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাতে একাধিক ব্যবস্থা নিচ্ছে। পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলছে নির্বাচন কমিশন। এমন সময় কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কলকাতা বিমানবন্দর থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা বিমানবন্দর থানার পুলিশ বিমানবন্দর সংলগ্ন কৈখালি এলাকায় হানা দেয়। সেখান থেকে এনামুল শেখ নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ। কোনও অপরাধমূলক কাজ করার জন্য ধৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। বুধবার ধৃতকে বারাকপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: কমল নাথের পুত্রই প্রথম দফার নির্বাচনে দেশের সবচেয়ে ধনী প্রার্থী! সম্পত্তির পরিমাণ কত?]

পুলিশ সূত্রে খবর, ধৃত এনামুল শেখ নিউটাউন এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত। ধৃতের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে। আগ্নেয়াস্ত্রটি ওই ব্যক্তির কাছে কোথা থেকে এল, তা তদন্ত করে দেখবে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: হাই কোর্টে ধাক্কা, ইডির গ্রেপ্তারির বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টে কেজরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ