Advertisement
Advertisement

Breaking News

Mominpur violence NIA

মোমিনপুর হিংসা: ৭ অভিযুক্তর বিরুদ্ধে হুলিয়া জারি NIA-এর, খোঁজ দিতে পারলে আর্থিক পুরস্কার

অভিযুক্তদের নাম, মামলার বিস্তারিত তথ্য পোস্টার আকারে জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে।

Mominpur violence: NIA announces Rs 1 Lakh award for find out 7 culprits | Sangbad Pratidin

ছবি: প্রর্তীকী।

Published by: Paramita Paul
  • Posted:April 12, 2023 12:16 pm
  • Updated:April 12, 2023 12:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোমিনপুর হিংসায় এবার আরও কড়া পদক্ষেপ করল এনআইএ (NIA)। এবার ৭ অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে এনআইএ আদালত। তাদের হদিশ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা।

মোমিনপুরে ঝামেলার (Mominpur violence) ঘটনায় এনআইএ তদন্তের সিদ্ধান্ত কেন্দ্রের হাতে ছেড়ে দেয় কলকাতা হাই কোর্ট। সেই মতো গত ২৮ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। দুমাসের বেশি সময় তদন্তে পরপর বেশ কয়েকবারই মোমিনপুরে যায় এনআইএ। ঘুরে দেখে মোমিনপুর এলাকা। ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ৩২ লক্ষ টাকা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়। লালবাজারেও যায় তারা। ৪০০ পাতার চার্জশিটে ১৬ জনের নাম ছিল। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাধা দেওয়া, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র ও বিস্ফোরক আইনের একাধিক ধারার অভিযোগ আনা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: পয়লা বৈশাখে দক্ষিণেশ্বরে শাহ, সাধারণ পুণ্যার্থীদের দুর্ভোগের শঙ্কায় ক্ষুব্ধ তৃণমূল]

চার্জশিটে তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই ১৬ জনের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ জন ফেরার। তাদের পলাতক ঘোষণা করা হয়। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। তারপরেও আত্মসমর্পণ করেননি তারা। এবার NIA-র তরফ থেকে এই সাতজনের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করা হল। তাদের নাম, মামলার বিস্তারিত তথ্য পোস্টার আকারে জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে। ফেরারদের খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার দেবেন গোয়েন্দারা।

Advertisement

[আরও পড়ুন: পয়লা বৈশাখে দক্ষিণেশ্বরে শাহ, সাধারণ পুণ্যার্থীদের দুর্ভোগের শঙ্কায় ক্ষুব্ধ তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ