Advertisement
Advertisement

Breaking News

দিলীপ ঘোষ

‘খোকাবাবুর প্রত্যাবর্তন হয়েছে’, ভারচুয়াল সভা নিয়ে ফের অভিষেককে খোঁচা দিলীপের

দীর্ঘদিন কোথায় ছিলেন তৃণমূল সাংসদ? এদিন সেই প্রশ্নও তোলেন দিলীপবাবু।

MP Dilip Ghosh attacks Abhishek Banerjee on sunday
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 19, 2020 2:11 pm
  • Updated:July 19, 2020 3:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের আক্রমণাত্মক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার ভারচুয়াল সভা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিঁধলেন তিনি। ব্যঙ্গাত্মক সুরে বললেন, “ভারচুয়ালে খোকাবাবুকে দেখতে পেলাম। খোকাবাবুর প্রত্যাবর্তন হয়েছে।” ত্রাণ দুর্নীতি নিয়েও ফের কাঠগড়ায় তুললেন শাসকদলকে।

এদিন তৃণমূলের ভারচুয়াল সভা প্রসঙ্গে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে দিলীপ ঘোষ বলেন, “ভারচুয়াল সভায় খোকাবাবুকে দেখতে পেলাম। অবশেষে তাঁর প্রত্যাবর্তন হয়েছে। এতদিন পর মানুষের সেবা করবেন।” তৃণমূল সাংসদকে বিঁধে প্রশ্নের সুরে দিলীপ ঘোষ বলেন, “যাঁদের মৃত্যু হয়েছে, যাঁরা একটাও ত্রিপল পাননি, যাঁরা খাবার পাচ্ছেন না, তাঁদের কথা এতদিন মনে পড়েনি?” দীর্ঘদিন সাংসদ কোথায় ছিলেন, সেই প্রশ্নও তোলেন দিলীপবাবু।

Advertisement

[আরও পড়ুন: গোষ্ঠী সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ, অশোকনগরে ASI-সহ জখম ৪ পুলিশকর্মী]

এরপরই দিলীপ ঘোষ দাবি করেন যে, বিজেপির অনুকরণ করেই ভারচুয়াল সভার আয়োজন করছে তৃণমূল। মোদির ভারচুয়াল সভা নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ টেনে এদিন দিলীপ ঘোষ বলেন, “ওনাকে কেউ বুঝিয়েছেন যে ভারচুয়াল সভায় টাকা খরচ হয় না, তাই নিজেও করে ফেললেন। আসলে বিজেপিকে দেখেই সব করেন উনি।” প্রসঙ্গত, ২১ জুলাই আর মাত্র হতে গোনা কয়েকদিন বাকি। এবার করোনা পরিস্থিতিতে জনসভা বা মিছিল করা সম্ভব নয়। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভারচুয়াল সংযোগে ব্রতী হয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। নেওয়া হয়েছে একাধিক ভারচুয়াল কর্মসূচিও। তারই অংশ হিসেবে শনিবার লাইভে বক্তব্য রাখেন অভিষেক। তিনি জানান, করোনা আবহেও স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন কয়েক হাজার যুবক-যুবতী। তাঁরাই দলের আসল শক্তি। এরপরই দলের নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: সৎকারের পর এল করোনা রিপোর্ট, সরকারি হাসপাতালের ‘উদাসীনতা’য় বাড়ছে সংক্রমণের আশঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ