Advertisement
Advertisement

Breaking News

E Rickshaw

নিউটাউনের বিশ্ব বাংলা সরণিতে নিষিদ্ধ রিকশা, সল্টলেকের রাস্তায় বাঁধা হল স্পিড

বছরকয়েক আগেও বিশ্ববাংলা সরণিতে টোটো, রিকশা, ই-রিকশা, সাইকেল চলাচল নিষেধ করা হয়েছিল।

No E Rickshaw in Biswa Bangla Sarani
Published by: Paramita Paul
  • Posted:June 10, 2025 2:22 pm
  • Updated:June 10, 2025 2:25 pm  

দিশা আলম, বিধাননগর: নিউটাউনের মূল সড়ক পথ বিশ্ব বাংলা সরণিতে সুরক্ষা বজায়ে আরও কড়া বিধাননগর কমিশনারেটের ট্রাফিক পুলিশ। নারকেলবাগান-এয়ারপোর্টগামী বিশ্ব বাংলা সরণিতে টোটো, রিকশা, ই-রিকশা, সাইকেল চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করল কমিশনারেটের ট্রাফিক পুলিশ। দিনকয়েক আগে এই নিয়ম চালু হতেই জোরকদমে প্রচারও শুরু হয়েছে। কমিশনারেট পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই বিশ্ব বাংলা সরণির নিউটাউন অংশের দু’পাশের গুরুত্বপূর্ণ ও জনবহুল মোড়ে হোর্ডিং-পোস্টারে চালকদের সতর্কীকরণ করা হচ্ছে।

আধুনিক নিউটাউন শহরে ক্রমশ বাড়ছে জনবসতি। চারপাশে আবার ডালপালার মতো মেলে ধরেছে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদন ক্ষেত্র প্রভৃতি। ফলে রাত কিংবা দিন- শহরের মূল বিশ্ববাংলা সরণির ব্যস্ততা লেগেই রয়েছে। এয়ারপোর্টগামী পথে প্রায়শই ভিআইপি মুভমেন্ট হয়। পুলিশ জেনেছে, শহরের মূল ব্যস্ত রাস্তায় প্রায় টোটো, রিকশা, ই-রিকশা, সাইকেলের দাপাদাপি লেগেই থাকছে। এতে বাড়ছে ঝক্কি। যে কোনও সময়ে বিশ্ব বাংলা সরণির চলন্ত গাড়ির সামনে চলে আসছে রিকশা। আর তাতেই বাড়ছে দুর্ঘটনার আশাঙ্কা।

উল্লেখ্য, গত মে মাসের ১ তারিখে সল্ট লেকের বি এল ব্লকের বাড়ির সামনে ঘুরতে বেরিয়ে, বেপরোয়া রিকশার ধাক্কায় শিখা দত্ত নামে এক বয়স্ক মহিলার মৃত্যু হয়েছিল। এরই আগে করুণাময়ী সেন্ট্রাল পার্কের কাছের রাস্তায় রিকশার ধাক্কায় দুর্ঘটনায় পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল কলকাতা নেতাজিনগরের এক বাসিন্দার। এহেন দুর্ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ। অভিজাত সল্টলেক শহরের দুর্ঘটনা রোধে ই-রিকশা সর্বোচ্চ স্পিড ২৫-এ বেঁধে দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) নিমা নিরবু ভুটিয়া।

এ ছাড়াও সল্টলেকের পর এবার নিউটাউনেও তিনচাকা রিকশার চালকের রাশ টানতে আরও কড়া পথে হাঁটল কমিশনারেটের ট্রাফিক বিভাগ। কমিশনারেট পুলিশ সূত্রে খবর, বছরকয়েক আগে বিশ্ববাংলা সরণিতে টোটো, রিকশা, ই-রিকশা, সাইকেল চলাচল নিষেধ করা হয়েছিল। কিন্তু ইদানীং বহু চালক পুলিশের সেই নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে শহরের ব্যস্ত মেন রোডে রমরমিয়ে চালাচ্ছে তিনচাকা রিকশা। তাই দৌরাত্ম্য ঠেকাতে প্রথমে প্রচারে জোর দিয়ে চালকদের সজাগ করা হচ্ছে। বিধাননগর কমিশনারেটের এক ট্রাফিক কর্তা জানান, “রিকশার কোনও রেজিস্ট্রেশন হয় না। তাই বিশ্ব বাংলা সরণির ব্যস্ত রাস্তায় আইন ভঙ্গকারী রিকশা চালকদের দাপাদাপি ঠেকাতে প্রয়োজনে পথে নেমেও অভিযান চালানো হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement