Advertisement
Advertisement

রোগীদের নতুন পোশাকে ঠাকুর দেখাবে হাসপাতাল

পুজোর চিত্রটা এবার বদলে দিচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ৷

now patients will enjoy puja hopping, organised by medical college
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 6, 2016 10:07 am
  • Updated:October 6, 2016 10:36 am

গৌতম ব্রহ্ম: একটা হাসপাতালের বিছানায় কতটা কষ্ট একলা শুয়ে থাকতে?

কবি নবারুণ ভট্টাচার্যর প্রশ্নটাই গোলমেলে৷ উত্তর কেউ খুঁজে পেয়েছে কি না জানা নেই৷ তবে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোগীর যদি ক্যানসার হয় তাহলে কষ্টের পরিমাণ নিঃসন্দেহে বেশি হয়৷ রোগীদের ঠাকুর দেখিয়ে এই কষ্টই লাঘব করার চেষ্টা করল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল৷

Advertisement

সঙ্কটজনক না হলে বেশিরভাগ রোগীই পুজোর সময় হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যান৷ খুব প্রয়োজন না হলে অস্ত্রোপচারও কেউ করান না৷ কারণ, পুজোর সময় সবার মন বাড়ির জন্য আকুল হয়ে ওঠে৷ কিন্তু ক্যানসার, লিউকোমিয়া রোগীদের অনেকেরই ‘ছুটি’ মেলে না৷ একটু ঢিলে দিলেই মারণ রোগ মারবে ছোবল৷ কেড়ে নেবে জীবন৷ তাই হাসপাতালের বিছানায় শুয়েই ঢাকের আওয়াজ শুনতে হয়৷

Advertisement

পুজোর এই চিত্রটা এবার বদলে দিচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ৷ রোগীদের নিয়ে ঠাকুর দেখতে বেরোচ্ছেন ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীরা৷ সঙ্গে থাকবেন এমএসভিপি ডা. শিখা বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট সুপার চন্দ্রিমা মিত্র চক্রবর্তী-সহ বেশ কয়েকজন আধিকারিক৷ জানা গেল, ষষ্ঠীর দিন বেলা এগারোটায় পঁচিশজন রোগীকে গাড়িতে চাপিয়ে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হবে৷ এর মধ্যে ২ বছরের ক্যানসার আক্রান্ত শিশু থেকে সতেরো বছরের কিশোরও রয়েছে৷ মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, লেবুতলা পার্ক-সহ বেশ কয়েকটি পুজো পরিক্রমা করবে রোগীরা৷ সঙ্গে থাকবে অ্যাম্বুল্যান্স৷ কেউ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ফিরিয়ে আনা হবে৷ রোগীদের জন্য ফলের রস ও কফির ব্যবস্থা করা হচ্ছে৷

কপাল ভাল টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালের রোগীদেরও৷ এখানকার প্রায় ১৫ জন মানসিক রোগীকে নতুন জামাকাপড় পরিয়ে ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হবে৷ ষষ্ঠীর দিন সকাল সাড়ে দশটায় শুরু হবে পরিক্রমা৷ সুরুচি সংঘ, ত্রিধারা, হাজার হাত খ্যাত দেশপ্রিয় পার্কের পুজো-সহ বেশ কয়েকটি পুজো দেখবেন রোগীরা৷ সঙ্গে থাকবেন ডক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীরা৷ এমনটাই জানালেন বাঙুরের সুপার ডা. তাপস ঘোষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ