Advertisement
Advertisement

Breaking News

দিলীপের মন্তব্যের জের, উত্তর ২৪ পরগনায় রেল অবরোধের ডাক মতুয়া মহাসংঘের

রেল অবরোধে ভোগান্তির আশঙ্কা৷

NRC Issue:  Matua Mahasangha worker staging rail strike
Published by: Sayani Sen
  • Posted:July 31, 2018 6:12 pm
  • Updated:July 31, 2018 6:12 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অসমে ইস্যুতে আন্দোলনের ঢেউ রাজনীতিক মহলের অন্দরে৷ নাগরিকপঞ্জি নিয়ে বিজেপি রাজ্য সভাপতির বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরব শাসকদল তৃণমূল৷ ‘‘বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে বাংলা ছাড়া করব’’ দিলীপ ঘোষের এহেন কুরুচিকর মন্তব্যের সমালোচনায় সরব গোটা ঘটনায় উদ্বিগ্ন মতুয়া মহাসংঘের বড়মা৷ মন্তব্যের প্রতিবাদে বুধবার থেকে আন্দোলনের ডাক দিয়েছেন এই সংগঠন৷

[অসমের পর এবার টার্গেট বাংলা, বিধানসভায় সর্বদল প্রস্তাব পেশ শাসকদলের]

মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ অসম ইস্যুতে তৃণমূলের পাশে মতুয়া মহাসংঘ রয়েছে বলেই জানান তিনি৷ জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বুধবার সকাল নটা থেকে উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে রেল রোকোর ডাক দিয়েছেন মতুয়া মহাসংঘের সদস্যরা৷ ঘণ্টাখানেক শিয়ালদহ মেন লাইনের বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করবেন তাঁরা৷ চলবে পথ অবরোধও৷ দুপুর তিনটে নাগাদ জেলাশাসকের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়ার কথা মতুয়া মহাসংঘের সদস্যদের৷ দু-তিনদিন পর জেলা জুড়ে বিভিন্ন মহকুমা শাসকের দপ্তরেও অবস্থান বিক্ষোভ করার কর্মসূচি রয়েছে তাঁদের৷ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও দাবি জানান মতুয়া মহাসংঘের সদস্যরা৷

Advertisement

[‘ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি, বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হবে’]

সোমবার অসমে চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশিত হয়৷ ওই তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৪০ লক্ষ নাগরিকের নাম৷ তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম না থাকার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই৷ এরই মাঝে অসম ইস্যুতে মুখ খুলে বিতর্ক তৈরি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সোমবার বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পরই সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি সভাপতি বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে অসমের মতো বাংলাতেও একইভাবে নাগরিকপঞ্জি তৈরি হবে৷ বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে বাংলাছাড়া করব৷ এই কাজে যাঁরা বিরোধিতা করবে, তাঁদেরও ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে৷’’ এই মন্তব্যেরই প্রতিবাদে সরব তৃণমূল৷ একই সুর মতুয়া মহাসংঘের বড়মা বীনাপাণি দেবীর গলাতেও৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ