Advertisement
Advertisement

‘ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি, বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হবে’

অসমের দুঃখের দিনেই বাংলায় হুঙ্কার দিলীপ ঘোষের৷

NRC will be conducted in Bengal too if BJP in power: Dilip GHosh
Published by: Kumaresh Halder
  • Posted:July 30, 2018 5:31 pm
  • Updated:July 30, 2018 5:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পঞ্চায়েত নির্বাচনে কিঞ্চিত ভাল ফল হয়েছে বিজেপির৷ গ্রাম-বাংলায় বিক্ষিপ্ত ভাবে ফুটতে শুরু করেছে পদ্ম৷ কিন্তু, তার আগেই বাংলা শাসনের স্বপ্নে বুঁদ হয়ে ‘বাংলাদেশি’দের ‘ঘাড়ধাক্কা’ দিয়ে তাড়িয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ ‘বাংলাদেশি’দের ‘ঘাড়ধাক্কা’ দিয়ে তাড়িয়ে  দেওয়ার ঘটনার বিরোধিতা করলে সংবাদমাধ্যম-সহ রাজনৈতিক দলগুলিকেও বাংলাছাড়া করা হবে বলে হুংকার দিলেন দিলীপ৷

নাগরিকপঞ্জির নামে চলছে ‘বাঙালি খেদাও’, অসম ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার ]

Advertisement

সোমবার বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পরই সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি সভাপতি বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে অসমের মতো বাংলাতেও একইভাবে নাগরিকপঞ্জি তৈরি হবে৷ বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে বাংলাছাড়া করব৷ এই কাজে যাঁরা বিরোধিতা করবে, তাঁদেও ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে৷’’ এদিন মুখ্যমন্ত্রীরও কড়া সমালোচনাও করেন তিনি৷ পালটা দাবি করেন, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন, আমরা নাকি ভোটের রাজনীতি করছি৷ কিন্তু, মুখ্যমন্ত্রী নিজে কী করছেন? নাগরিকপঞ্জিতে নাম না থাকা ৪০ লক্ষ বাংলাদেশির জন্য প্রাণপাত করছেন কেন? এটা ভোটের রাজনীতি নয় কি?’’

Advertisement

অসমে ‘উদ্বাস্তু’ ৪০ লক্ষ মানুষ, বিপন্নদের পাশে বাঙালি সংগঠনগুলি ]

বিজেপি সভাপতির পালটা দিতে বেশি সময় লাগেনি তৃণমূলের৷ এদিন ফিরহাদ হাকিম সাফ জানিয়ে দেন, ‘‘বিজেপির এই স্বপ্ন কোনওদিন পূরণ হবে না৷ ক্ষমতায় আসার আগেই বিজেপি বিভেদের রাজনীতি করছে, আর ক্ষমতায় এলে কী হবে? এটা বাংলার মানুষ খুব ভালো ভাবেই জানেন৷’’

সোমবার অসম সরকারের এক খসড়া প্রস্তাবে উদ্বাস্তু হয়ে গেলেন অসমের ৪০ লক্ষ মানুষ৷ সোমবার নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হতে না হতেই উত্তাল হয়ে ওঠে দেশের রাজনীতি৷ বিতর্কের আগুন জ্বেলে নবান্ন থেকে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার সাংবাদিক বৈঠক করে ধর্মের ভিত্তিতে নাগরিকপঞ্জির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী৷ কেন অসমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন? কেন ধর্মের ভিত্তিতে এই বিভাজন? আধার থাকা সত্ত্বেও কেন নাম বাদ? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সংসদে আইন পাশ করে ভিটেছাড়া ৪০ লক্ষ মানুষকে বাঁচানোর দাবি জানান মমতা৷ প্রয়োজনে ভিটে হারানো অসমবাসীর জন্য বাংলার দরজা খোলা থাকবে বলেও এদিন কৌশলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সাংসদের একটি দল অসম যাবেন বলেও জানান তিনি৷

রোহিঙ্গাদের মতোই নিয়তি! কী পরিণতি হবে নাগরিকত্ব হারানো ৪০ লক্ষ ‘অসমবাসী’র? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ