Advertisement
Advertisement

শহরে ভেজাল ঘি কাণ্ডে ধৃত আরও ১, উদ্ধার নামী কোম্পানির লেবেল

ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা৷

One nabbed from Baranagar in fake ghee racket
Published by: Sayani Sen
  • Posted:July 28, 2018 3:26 pm
  • Updated:July 28, 2018 3:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেজাল ঘি কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ বরাহনগরের আলমবাজার থেকে রঞ্জিত সাউ নামে একজনকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতের বাড়ি থেকে বেশ কিছু নামীদামি কোম্পানির লেবেল উদ্ধার করা হয়েছে৷

[সল্টলেক সেক্টর ফাইভে হকার উচ্ছেদের ঘোষণা, পালটা আন্দোলনের ডাক]

মাসকয়েক আগে খবরের শিরোনামে উঠে আসে ভাগাড় কাণ্ড৷ তারপরই একে একে সামনে আসে ভেজাল ঘি, ভেজাল মদ এমনকী ভেজাল জলের ব্যবসাও৷ মোমের প্রলেপ দেওয়া আপেলও সামনে আসে৷ ভেজাল খাবারের রমরমা ব্যবসা রোধে পুরসভার তরফে খোঁজ শুরু করা হয়৷ বিভিন্ন রেস্তরাঁ, দোকান, বাজারের গিয়ে গিয়ে খাবারের খাদ্যগুণ খতিয়ে দেখা হয়৷ ইতিমধ্যেই শহরের তথ্যপ্রযুক্তি নগরী সল্টলেকেও অভিযান চালায় পুরকর্তারা৷ বাতিলও করা হয় বেশ কয়েকটি রেস্তরাঁর লাইসেন্স৷

Advertisement

[শহরে ফের ভেঙে পড়ল পুরনো বাড়ি, আতঙ্ক ছড়াল বেনিয়াটোলা স্ট্রিটে]

ভেজাল ঘি তৈরি হচ্ছে গোপনসূত্রে এই খবর পায় কলকাতা পুলিশ৷ রবীন্দ্র সরণি এলাকার একটি বাড়িতে হানা দেন তদন্তকারীরা৷ ওই বাড়িতে হানা দিয়ে পুলিশ দেখে বেশ রমরমিয়েই তৈরি হচ্ছে ভেজাল ঘি৷ যে ঘরটিতে ঘি তৈরি হচ্ছিল, ওই জায়গাটি অত্যন্ত অস্বাস্থ্যকর বলে দাবি পুলিশ আধিকারিকদের৷ ওই ঘর থেকেই পুলিশ নামীদামি কোম্পানির লেবেল উদ্ধার করে পুলিশ৷ ভেজাল ঘি তৈরির ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে৷

Advertisement

[কলকাতায় এসে নিশ্চিন্তে ‘সন্ধ্যা’ দেখল কাশ্মীরের তরুণ ফুটবলাররা]

নদিন ধরে একটানা জেরা করা হয় ওই দুই ধৃতকে৷ পুলিশি জেরায় ভেঙে পড়ে অভিযুক্তরা৷ পুলিশসূত্রে খবর, কীভাবে ভেজাল ঘি তৈরি করত তারা, জেরায় তা জানায় ধৃতরা৷ তারা জানায়, ভেজাল ঘি তৈরির পর নামীদামি কোম্পানির লেবেল সাঁটা কৌটোয় করে তা বাজারে বিক্রি করা হত৷ দুই অভিযুক্তকে জেরা করেই সামনে আসে রঞ্জিত সাউয়ের নাম৷ ভেজাল ঘিয়ের ব্যবসায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল সে৷ কোম্পানির লেবেলগুলিই রঞ্জিত সরবরাহ করত বলেই জেরায় জানতে পারেন তদন্তকারীরা৷ এরপরই অভিযুক্তকে বরাহনগরের আলমবাজার থেকে গ্রেপ্তার করা হয়৷ এই নিয়ে রবীন্দ্র সরণিতে ভেজাল ঘি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৷ ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করার চিন্তাভাবনা করছেন তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ