Advertisement
Advertisement

Breaking News

দিদিকে নিয়ে দিবাস্বপ্ন! অমর্ত্যের মন্তব্যে কটাক্ষ বিজেপির, বিরোধিতা বাম-কংগ্রেসেরও

প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা, মন্তব্য করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

Opposition rejects Amartya Sen's observation about Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 15, 2023 12:45 pm
  • Updated:January 15, 2023 12:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এই মন্তব্যে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বস্তুত তৃণমূল ছাড়া আর কোনও দলই অমর্ত্যর মন্তব্যকে সমর্থন করেনি। বিজেপি তো বটেই, বামেরা এবং কংগ্রেসও নোবেলজয়ী অর্থনীতিবিদের পর্যবেক্ষণকে নাকচ করে দিয়েছে।

সম্প্রতি সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, প্রধানমন্ত্রী পদে মমতার (Mamata Banerjee) যোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন নেই। তবে, একই সঙ্গে তিনি সংশয় প্রকাশ করেন, বিজেপির বিরুদ্ধে জনরোষকে কাজে লাগিয়ে সব শক্তিকে মমতা একত্রিত করতে পারবেন কিনা, সেটা এখনও প্রতিষ্ঠিত হয়নি। অমর্ত্যর এই মন্তব্যকে স্বাভাবিকভাবেই স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলছেন, “বিজেপি (BJP) বিরোধী মুখ হিসেবে দেশের মানুষের কাছে বার বারই নিজের যোগ্যতার প্রমাণ মমতা দিয়েছেন।”

Advertisement

[আরও পড়ুন: প্রেম, রহস্য আর নকশাল আন্দোলনের মিশেল, ‘কাবেরী অন্তর্ধান’ নিয়ে মুখোমুখি কৌশিক গঙ্গোপাধ্যায়]

তবে তৃণমূল (TMC) ছাড়া আর কোনও দলই সেভাবে নোবেলজয়ীকে গুরুত্ব দিচ্ছে না। বিজেপি কড়া ভাষায় কটাক্ষ করেছেন অমর্ত্যকে। গেরুয়া শিবিরের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) যেমন বলছেন, “নিজের নিজের রাস্তা সাফ করছেন সবাই। প্রধানমন্ত্রী হতে গেলে সিট লাগে। পশ্চিমবঙ্গের বাইরে টাকার থলি নিয়ে ঘুরে ঘুরেও একজনকেও জেতাতে পারলেন না, পঞ্চায়েতেও জেতাতে পারলেন না। অমর্ত্য সেনদের পুরোনো টার্গেট মোদিকে সরিয়ে অন্য কাউকে বসাবেন। দিদিকে নিয়ে সেই স্বপ্নটা দেখছেন উনি।” বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য আবার সুর আরও চড়িয়ে বলে দিয়েছেন, এবার প্রতিচির দরজাতেও পদ্মফুল ফুটবে।

Advertisement

[আরও পড়ুন: ‘উষ্ণতম’ মকর সংক্রান্তির পরই বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা? কী বলছে হাওয়া অফিস?]

এমনিতে অমর্ত্য সেন বিজেপি এবং নরেন্দ্র মোদির (Narendra Modi) ঘোষিত বিরোধী। বরাবরই তিনি বামমনস্ক। কিন্তু মমতাকে নিয়ে তাঁর মন্তব্যে ক্ষুব্ধ বামেরাও। সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী বলছেন, “অমর্ত্য সেন বাইরে থেকে দেখে মন্তব্য করেছেন। বিজেপিকে হারাতে হলে সব বিরোধী শক্তিকে একত্রিত করতে হবে। কিন্তু বাস্তবে বিরোধী জোট ভাঙতে মোদির অস্ত্র মমতাই।’ কংগ্রেসও নোবেলজয়ীর মন্তব্যে ক্ষুব্ধ। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলছেন, “প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন মমতাও দেখেন। কিন্তু কংগ্রেসকে ছাড়া কেউ সব বিরোধী শক্তিকে একত্রিত করতে পারবে না।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ