Advertisement
Advertisement

Breaking News

আন্দোলনই সার, যাদবপুরে প্রবেশিকায় অনুপস্থিত ৭৫% পড়ুয়া

অস্থির পরিস্থিতির জেরে আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা৷

Over 75% skip Jadavpur University entrance test
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2018 12:34 pm
  • Updated:July 24, 2018 1:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন পর্বতের মূষিক প্রসব৷ প্রবেশিকা নিয়ে ধুন্ধুমারের পরও পরীক্ষায় অনুপস্থিত ৭৫% আবেদনকারী৷ ইংরাজি ও বাংলায় স্নাতক স্তরে ভরতির জন্য পরীক্ষায় বসলেন মাত্র ২৫% পড়ুয়া৷

[ঘুমের ওষুধ খাইয়ে পুরুষ ভক্তদের সঙ্গে সঙ্গম, গ্রেপ্তার স্বঘোষিত ধর্মগুরু]

Advertisement

এক প্রথমসারির দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের মতে, সোমবারের প্রবেশিকা পরীক্ষায় তিন চতুর্থাংশ আবেদনকারী পড়ুয়ারাই অনুপস্থিত ছিলেন৷ বিশ্ববিদ্যালয়ে প্রায়শই চলা ছাত্র বিক্ষোভ, দলাদলির জন্যই অধিকাংশ মেধাবী পড়ুয়ারাই পরীক্ষা এড়িয়ে গিয়েছেন বলে দাবি৷ ইংরাজি বিভাগের এক শিক্ষক জানান, প্রবেশিকা পরীক্ষায় উপস্থিতির হার এতটা কমে যাওয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম৷ উল্লেখ্য, গত শিক্ষাবর্ষে বাংলা বিভাগের প্রবেশিকা পরীক্ষায় উপস্থিতি ছিলেন ৮০% পরীক্ষার্থী৷ যা চলতি বছর দাঁড়িয়েছে মাত্র ২২%৷ একই ভাবে ২০১৭ সালে ইংরাজি প্রবেশিকায় বসেছিলেন ৪০ শতাংশ পরীক্ষার্থী৷ সেই জায়গায় এবছর পরীক্ষা দিয়েছেন মাত্র ২৭.৫%৷ শিক্ষাবিদদের একাংশের দাবি, প্রবেশিকা পরীক্ষায় অনুপস্থিতির এই হারে প্রভাব পড়বে বিশ্ববিদ্যালয়ের মানে৷ লাগাতার আন্দোলন ও পরিবেশ নষ্ট হওয়াই এর জন্য দায়ী৷

Advertisement

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে ইংরাজি, বাংলা-সহ বেশ কয়েকটি বিষয়ে প্রবেশিকা পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এর প্রতিবাদে আন্দোলনে নাম শিক্ষক ও পড়ুয়াদের একাংশ৷ প্রায় তিনদিন ঘেরাও করে রাখা হয় উপাচার্য সুরঞ্জন দাসকে৷ বিক্ষোভকারীদের দাবি ছিল, প্রবেশিকা তুলে দিলে শিক্ষার মান পড়ে যাবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির৷ অবশেষে আন্দোলনের সামনে নতিস্বীকার করে প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে আনা হয়৷ তবে সোমবারের ঘটনায় বিক্ষোভটি বুমেরাং হয়েছে বলেও মনে করছেন অনেকে৷ শিক্ষার মান নিয়েই যদি প্রশ্ন ছিল, তা হলে বিপুল সংখ্যক পড়ুয়াদের প্রবেশিকায় না বসা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অশনিসংকেত৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জানান, যাদবপুরের সাহিত্যের বিষয়গুলির বিপুল চাহিদা রয়েছে পড়ুয়াদের মধ্যে৷ সেই জায়গায় এই অনুপস্থিতির হার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে অস্থির পরিস্থিতির জেরে আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা৷ 

[ফের অঙ্গনওয়াড়ি খাতে কেন্দ্রের কাটছাঁট, বাড়তি ২৫০ কোটির বোঝা রাজ্যের ঘাড়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ