Advertisement
Advertisement
Mamata Banerjee visits SSKM Hospital

Panchayat Election: ‘বিজেপির কাজ মানুষের রক্ত নেওয়া’, ভোটে জখম দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাতের পর তোপ মমতার

এসএসকেএম হাসপাতালে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Panchayat Election: Mamata Banerjee visits SSKM Hospital to meet victim of Panchayat Election । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 19, 2023 5:01 pm
  • Updated:July 19, 2023 5:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে জখম দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাতের পর বিজেপিকে তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার বিকেলে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন নন্দীগ্রামের দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। ওয়ার্ডে ঘুরে ঘুরে জখমদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জখমদের হাতে তুলে দেন চেক। সরকার ফেলার হুঁশিয়ারি থেকে পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে কলকাতার রাজপথে মিছিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা।

এসএসকেএম হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে ভোট হিংসা ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন মমতা। বলেন, “হিংসা, হিংসা করে চিৎকার করছে। অথচ বেশিরভাগ তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। নন্দীগ্রাম, খেজুরিতে ভোটে জিততে না পেরে অত্যাচার করছে। স্ত্রী, সন্তান-সহ পুড়িয়ে দিয়েছে।” কলকাতায় এদিন মিছিল করে বিজেপি। তা নিয়েও গেরুয়া শিবিরকে খোঁচা দেন মমতা। তাঁর কটাক্ষ, “মিছিল ছাড়া আর কী করবে? যাদের কাজ নেই। কর্ম নেই। তারা মিছিল করবে। বিজেপির একটাই কাজ হিংসা করো। বিভেদ ছড়াও। মানুষের রক্ত নাও।”

Advertisement

[আরও পড়ুন: ফের তারিখের রাজনীতি! মহামিছিল থেকে ১২০ কোটির দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর]

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পর প্রথমবার সাংবাদিক বৈঠক করে মমতা আগেই জানিয়েছিলেন, এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর থেকে হিংসায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। রাজনৈতিক দলমত নির্বিশেষে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মমতা। সেই মতো এদিন জখমদের হাতে ৫০ হাজার টাকার চেকও তুলে দেন তিনি।

গত রবিবার দলীয় এক অনুষ্ঠানে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ‘সরকার ফেলে দেওয়া’র হুঁশিয়ারি দেন। তাঁর মন্তব্যের সমর্থনেই সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। যেকোনও সময় সরকার পড়ে যেতে পারে বলেই দাবি করেছিলেন তিনি। তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর তৈরি হয়। ওই প্রসঙ্গে এদিন মুখ খোলেন মমতা। বলেন, “বলুন আগে বালতি ফেলতে, তারপর সরকার উলটোতে আসবে। কাল থেকে তো ভয়ে থর থর করে কাঁপবে।” এ প্রসঙ্গে যদিও পালটা বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘চাকরির দুর্নীতিতে আদালত চোখ বুজে থাকতে পারে না’, ববিতার মামলায় পর্যবেক্ষণ হাই কোর্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement