Advertisement
Advertisement
Panchayat Election

Panchayat Election: পঞ্চায়েত ভোটে দলের সাফল্য, বিকেলে কলকাতা ও জেলায় মিছিল মহিলা তৃণমূলের

বিড়লা তারামণ্ডল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের নেতৃত্বে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা।

Panchayat Election: Women wing of TMC arranges a rally to celebrate victory in Panchayat Election | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 17, 2023 11:35 am
  • Updated:July 17, 2023 11:39 am

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিরোধীদের হাজার অভিযোগ, লড়াই সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) ব্যাপক সাফল্য পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঘাসফুলের ঝড়। এমনকী উত্তরবঙ্গ কিংবা জঙ্গলমহলে ফুটে ওঠা পদ্ম শিবিরও এবার ধুলিসাৎ। আর সেই সাফল্য উদযাপন করতে সোমবারই পথে নামছে তৃণমূলের মহিলা সংগঠন। মন্ত্রী ও মহিলা তৃণমূলের শীর্ষ পদে থাকা চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), শশী পাঁজার নেতৃত্বে বিকেলে কলকাতায় মিছিল। একই সময়ে জেলায় জেলায়ও মহিলা তৃণমূলের নেতৃত্বে হবে এই মিছিল।

জানা গিয়েছে, আজ বিকেল সাড়ে ৩ টে নাগাদ শুরু হবে মহিলা তৃণমূলের মিছিল। বিড়লা তারামণ্ডল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেবেন শশী পাঁজা (Shashi Panja), চন্দ্রিমা ভট্টাচার্য। জেলায় জেলায়ও সেই একই মিছিল হবে মহিলা তৃণমূলের জেলা নেতৃত্ব। তবে পঞ্চায়েতে শাসকদলের এই সাফল্যের সবচেয়ে বড় উদযাপন হবে আগামী ২১ জুলাই, ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চে। ওই দিন বিজয় দিবস পালন করবে তৃণমূল। প্রচারে গিয়েই সে কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেইমতো ওইদিন বেলা ১২টা থেকে শুরু হবে শহিদ দিবসের অনুষ্ঠান।

Advertisement

[আরও পড়ুন: বসিরহাটে শুটআউট! দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তরুণের, আহত ১, এলাকায় তীব্র আতঙ্ক]

এর আগে মহিলা তৃণমূলকে দেখা গিয়েছে একাধিক বিষয়ে পথে নামতে। সে কেন্দ্রবিরোধী আন্দোলনই হোক, কিংবা বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদ। চন্দ্রিমা-শশীদের নেতৃত্বে মহানগরের রাস্তায় মিছিলে নেমেছে শাসকদলের মহিলা সংগঠন। ধর্মতলা, শিলিগুড়িতে (Siliguri) ধরনা দিতেও দেখা গিয়েছে। এবার দলের সাফল্যকে তুলে ধরতেই সোমবার তাঁদের পথে নামা।

Advertisement

[আরও পড়ুন: বেঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় বৈঠক, ২ বছর পর মুখোমুখি সোনিয়া-মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ