Advertisement
Advertisement
Shootout

বসিরহাটে শুটআউট! দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তরুণের, আহত ১, এলাকায় তীব্র আতঙ্ক

এদিন রাত সাড়ে ৮টা নাগাদ একদল দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।

Shootout in Basirhat near Railway station, 1 killed | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:July 16, 2023 11:11 pm
  • Updated:July 16, 2023 11:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার রাতে বসিরহাটে প্রকাশ্যে চলল গুলি। দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারালেন একজন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনির ঘটনা। এদিন রাত সাড়ে ৮টা নাগাদ একদল দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বছর ২৩-এর সোমনাথ গাইনের মৃত্যু হয়। ভব কিস্কু নামে আর একজনও গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী।

Advertisement

[আরও পড়ুন: কুন্তল-অয়ন-শান্তনুর নতুন করে ১৫ কোটি, নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত ১২৭ কোটির সম্পত্তি!]

কিন্তু ঠিক কী কারণে দুষ্কৃতীরা ওই এলাকায় তাণ্ডব করল এবং গুলি চালালো, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, খুনিরা সোমনাথ গাইনের পূর্ব পরিচিত। ব্যক্তিগত কোনও কারণেই তাঁকে গুলি করা হয়ে থাকতে পারে। তবে আচমকা প্রকাশ্যে এভাবে শুটআউটের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। এর পিছনে কী কারণ রয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: বারবার ভাঙড়ে প্রবেশে পুলিশি বাধা, এবার হাই কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নওশাদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement