Advertisement
Advertisement

Breaking News

পার্সেল খুলতেই আগুনের ফুলকি! বোমাতঙ্ক উত্তর কলকাতার ঠনঠনিয়ায়

পার্সেলে টাইমার ও ইলেকট্রনিক্স সামগ্রী ছিল, দাবি স্থানীয় ব্যবসায়ীদের৷

Parcel creates bomb scare in the city
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 2, 2018 7:37 pm
  • Updated:November 2, 2018 7:37 pm

অর্ণব আইচ: কালীপুজোর আগে শহরে পার্সেল বোমার আতঙ্ক৷ শুক্রবার দুপুরে ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় এক ব্যবসায়ীর কাছে একটি পার্সেল আসে৷ তাঁর দাবি, পার্সেলটি খোলামাত্র ধোঁয়া বেরতে থাকে৷ তাতে ইলেকট্রনিক সামগ্রীও ছিল৷ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে জোড়াসাঁকো থানার পুলিশ ও বম্ব স্কোয়াড৷ তবে ওই পার্সেল থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে খবর৷

[ নবান্নের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের]

Advertisement

উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ির কাছে বিধান সরণিতে যন্ত্রাংশের দোকান বিশাল আগরওয়ালের৷ রোজকার মতোই শুক্রবার দোকান খুলেছিলেন তিনি৷ ওই ব্যবসায়ীর দাবি, দুপুরে তাঁর দোকানে একটি পার্সেল নিয়ে হাজির হয় দু’জন যুবক৷ তাদের গায়ে অনলাইন বিপণনী সংস্থা আমাজনের লোগো লাগানো পোশাক ছিল৷ তিনি ভেবেছিলেন, হয়তো দিওয়ালির উপহার এসেছে৷ কিন্তু পার্সেলটি খুলতেই বিপত্তি! ব্যবসায়ী বিশাল আগরওয়ালের দাবি, পার্সেলটি খোলার সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি দেখতে পান৷ ধোঁয়াও বেরোচ্ছিল৷ শুধু তাই নয়, পার্সেলে নাকি ইলেট্রনিক সামগ্রী ও টাইমারও ছিল৷ আতঙ্কিত ব্যবসায়ীরা খবর দেন জোড়াসাঁকো থানায়৷ এদিকে যে দু’জন পার্সেলটি এনেছিল, তারা ততক্ষণে চম্পট দিয়েছে৷ ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় ওই দোকানে পৌঁছয় পুলিশ, আসে বম্ব স্কোয়াডও৷ তবে পার্সেলে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে খবর৷ তবে কালীপুজোর আগে এমন পার্সেল আসায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গুজরাট থেকে অনলাইন বিপণনী সংস্থা আমাজন মারফত ব্যবসায়ী বিশাল আগরওয়ালের কাছে পার্সেলটি পাঠানো হয়েছিল৷ তদন্তে নেমেছে জোড়াসাঁকো থানার পুলিশ৷

Advertisement

[ যাদবপুর পোস্ট অফিসে আগুন, বন্ধ পরিষেবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ