Advertisement
Advertisement
Partha Chatterjee

ফের বাতিল মামলার শুনানি, চলতি বছর আদৌ জামিন মিলবে পার্থ চট্টোপাধ্যায়ের?

কোন আদালত পার্থর জামিন মামলা শুনবে, তা ঠিক হতে পারে আগামী ২২ নভেম্বর।

Partha Chatterjee: Bail Cases Are Getting Delayed
Published by: Sucheta Sengupta
  • Posted:November 13, 2024 2:40 pm
  • Updated:November 13, 2024 4:22 pm  

অর্ণব আইচ: ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত আবেদনের শুনানি অনিশ্চিত। বুধবারও বিশেষ সিবিআই আদালতে হল না শুনানি। কোন আদালত এই মামলা শুনবে, তা ঠিক হতে পারে আগামী ২২ নভেম্বর। ফলে তাঁর জামিন কি আদৌ এবছরের মধ্যে সম্ভব কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ২০২১ সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তার পর থেকে তাঁর জামিন মামলা ক্রমশ পিছিয়েই যাচ্ছে।

আসলে এই সংক্রান্ত মামলায় ইডি চায়, প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত সব মামলা ইডি বিশেষ আদালতে শুনানি হোক। অর্থাৎ একজন বিচারকই দুর্নীতি মামলার শুনানি করুন। আর বুধবার বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে হওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। ইডির আবেদনের কথা মাথায় রেখে এই যুক্তিতে এদিন তাঁর জামিন মামলার শুনানি হল না।

Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে জোরালো তথ্য-প্রমাণ পেশ করতে তৎপর সিবিআই। বিচারকের কাছে সাক্ষীদের গোপন জবানবন্দি করানোর আইনি প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, ২২ নভেম্বর সিদ্ধান্ত হবে, কোন আদালতে প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত দায়ের করা সিবিআইয়ের মামলার শুনানি হবে। এখন প্রশ্ন, আদৌ কি এবছর জামিন মিলবে পার্থ চট্টোপাধ্যায়ের? এই মুহূর্তে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। শারীরিক অসুস্থতাও বাড়ছে। আর বার বার এই যুক্তিতেই তাঁর জামিন পেতে তৎপর আইনজীবীরা। কিন্তু দুই তদন্তকারী সংস্থার টানাপোড়েনে তা পিছিয়ে যাচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement