৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

উপাচার্য নিয়োগে রাজ্যের নয়া নিয়মে আপত্তি, জনস্বার্থ মামলা হাই কোর্টে

Published by: Paramita Paul |    Posted: June 7, 2023 2:44 pm|    Updated: June 7, 2023 2:45 pm

PIL at Calcutta HC against WB ordinance to recruit VCs | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটালে ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খুঁজতে সার্চ কমিটির গঠন বদলছে রাজ্য সরকার। অধ্যাদেশ জারি করে সার্চ কমিটিতে রাজ্যের প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এরই বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হল জনস্বার্থ মামলা।

গত ১৭ এপ্রিল স্থায়ী উপাচার্য নিয়োগের সংশোধিত নিয়ম অর্ডিন্যান্সে অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। নয়া নিয়মে পুনর্গঠন করা হয় উপাচার্য নিয়োগের সার্চ কমিটিকে। তিন সদস্যের পরিবর্তে পাঁচজন সদস্য রাখা হয়। ফিরিয়ে আনা হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিকেও। সঙ্গে থাকবেন রাজ্যপাল তথা আচার্য, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সেনেট বা কোর্টের প্রতিনিধি, উচ্চশিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা সংসদের একজন করে প্রতিনিধি। থাকবেন মুখ্যমন্ত্রীর এক প্রতিনিধিও। মামলাকারীর আপত্তি ঠিক এখানেই।

[আরও পড়ুন: বিপুল অর্থের বিনিময়ে সৌদি লিগে বেঞ্জেমা, ২ বছরের জন্য সই আল ইত্তিহাদে]

মামলাকারীর আইনজীবী সুস্মিতা সাহা দত্তের অভিযোগ, নতুন আইনে ৫ জন সদস্যের মধ্যে ৩ জন রাজ্যের প্রতিনিধি। বাকি দুজনের মধ্যে ১ জন চ্যান্সেলর ও অন্যজন ইউজিসির সদস্য। সার্চ কমিটিতে কীভাবে রাজ্যের তিনজন প্রতিনিধি থাকবে? তাঁর দাবি, এর ফলে যে কোনও সিদ্ধান্তকে সহজে প্রভাবিত করতে পারবে রাজ্য। নিরপেক্ষ সিদ্ধান্ত হবে না। আচার্য বদলের বিলে রাজ্যপাল স্বাক্ষর করবে না বুঝেই এই অর্ডিন্যান্স জারি করা হয়েছে বলে দাবি মামলাকারীর।

[আরও পড়ুন: বিপুল অর্থের বিনিময়ে সৌদি লিগে বেঞ্জেমা, ২ বছরের জন্য সই আল ইত্তিহাদে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে