Advertisement
Advertisement

Breaking News

Bikash Bhavan

সন্ধ্যা নামতেই নতুন করে উত্তেজনা বিকাশ ভবনে, চাকরিহারাদের ছোড়া ইটে রক্তাক্ত পুলিশ

বৃহস্পতিবার সকাল থেকে চাকরি ফেরতের দাবিতে পথে নেমেছে 'যোগ্য' শিক্ষকরা।

Police injured after protestor threw brick pieces at Bikash Bhavan
Published by: Subhankar Patra
  • Posted:May 15, 2025 9:03 pm
  • Updated:May 15, 2025 9:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ধ্যা নামতেই ফের উত্তেজনা বিকাশ ভবন চত্বরে। পুলিশ ও চাকরিহারা শিক্ষকদের ধস্তাধস্তিতে আহত এক পুলিশ। চাকরিহারাদের ছোড়া ইটে আহত হয়েছেন পুলিশের এসআই সত্যজিৎ রায়। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় মোতায়েন বিশাল বাহিনী। প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় পুলিশ ও চাকরিহারা শিক্ষকদের ঝামেলা বেঁধেছে। বিকেলে সাংবাদিক বৈঠক করে চাকরিহারা শিক্ষকরা জানিয়ে দেন, তাঁরা এদিন বিকাশ ভবন ঘেরাও করবেন। সেই মতো বিক্ষোভ চলতে থাকে। সাড়ে আটটা নাগাদ পুলিশ আন্দোলনকারীদের উঠে যেতে বলে। সেই সময় ফের উত্তেজনা ছড়ায়। ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও  শিক্ষকদের। সেই সময় ভিড় থেকে ছোড়া ইটের ঘায়ে আহত হন এক পুলিশকর্মী। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 

Police injured after protestor threw brick pieces at Bikash Bhavan
রক্তাক্ত পুলিশ। ছবি : পিন্টু প্রধান

এদিকে পুলিশের বিরুদ্ধে পালটা লাঠিচার্জের অভিযোগ তুলেছেন আন্দোলনকারী ‘যোগ্য’ শিক্ষকরা। অভিযোগ সাইরেন বাজিয়ে ‘অ্যাকশনে’ নামে পুলিশ। ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিক্ষোভকারীদের। এই ‘অ্যাকশনে’ অনেক শিক্ষক-শিক্ষিকারা আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে চাকরি ফেরতের দাবিতে ফের পথে নামেন ২০১৬  এসএসসি প্যানেলে চাকরি হারানো ‘যোগ্য’ শিক্ষকরা। বিকাশ ভবনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিকেলে সাংবাদিক বৈঠক করে বিষয়টিতে মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চান আন্দোলনকারীরা। তখনই শিক্ষকরা জানিয়ে দেন আজও বিকাশ ভবন ঘেরাও করবেন। সন্ধ্যা গড়াতেই ফের ধুন্ধুমার বাঁধে সেখানে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement