Advertisement
Advertisement

মঙ্গলে পুজো কার্নিভাল, জোরকদমে সেজে উঠছে রেড রোড

ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু করেছে পুলিশ।

Puja carnival: 72 idols to be showcased at Red Road
Published by: Kumaresh Halder
  • Posted:October 21, 2018 8:57 pm
  • Updated:October 21, 2018 9:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে মাত্র আর ২৪ ঘণ্টা৷ রেড রোডে দুর্গা পুজো কার্নিভাল উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ জোরকদমে চলছে, অতিথিদের বসার ব্যবস্থা থেকে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করার কাজ৷ প্রস্তুতি উপলক্ষে রবিবার রাত থেকেই বন্ধ রেড রোড৷ রংবাহারি আলো, প্রতিমা রাখার বন্দোবস্ত প্রায় শেষের পথে৷ ধীরে ধীরে কার্নিভালমুখী হতে শুরু করেছে বিভিন্ন পুজো কমিটির প্রতিমাগুলিও৷  যুদ্ধকালীন পরিস্থিতিতে  রেড রোডে চলছে সাজিয়ে তোলার কাজ৷

[পুলিশকর্তা বন্ধু, ট্রাফিক ইন্সপেক্টরকে চমকাতে গিয়ে হাজতে যুবক]

মঙ্গলবারের কার্নিভ্যালের আগে ইতিমধ্যেই যান চলাচলে নিয়ন্ত্রণ টানতে শুরু করেছে কলকাতা পুলিশ৷ জানা গিয়েছে, শোভাযাত্রার জন্য মঙ্গলবার রেডরোড পুরোপুরি বন্ধ থাকবে৷ বুধবার যান চলাচলের গতিপ্রকৃতি দেখে রাস্তা খোলার বিষয়ে পরিবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে, বুধবার দুপুর পর্যন্ত বন্ধ থাকছেই রেড রোড৷ হসপিটাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, মেয়ো রোডের একাংশ বন্ধ থাকবে বলেও জানা গিয়েছে৷ উত্তর-দক্ষিণে যাতায়াতের জন্য ভরসা জওহরলাল নেহেরু অ্যাভিনিউ৷ ফলে, সেখানে যান চলাচলে বেশ খানিকটা চাপ থাকার আশঙ্কা রয়েছে৷ শোভাযাত্রা শুরুর কিছু আগে স্ট্যান্ড রোড বন্ধ করে দেওয়া হবে বলেও পুলিশ সূত্রে খবর৷ ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরা-খবরের জন্য কলকাতা পুলিশের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করতেও অনুরোধ জানানো হয়েছে৷

Advertisement

[বর্ষা বিদায় নিতেই শীতের আমেজ ফিরছে শহরে]

মঙ্গলবার কার্নিভাল উপলক্ষে তারস্বরে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। একইভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন জেলার বেশ কিছু ক্ষেত্রে। বিসর্জনের সময় যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সে ব্যাপারে সতর্ক থাকছে পুলিশ৷ এবারের কার্নিভালে কলকাতা ও শহরতলির ৭২টি প্রতিমা শোভাযাত্রায় অংশ নেবে৷ সেই প্রতিমাগুলি শোভাযাত্রার পরই গঙ্গার ঘাটে নিজেদের মতো করে বিসর্জন দেবে কমিটির সদস্যরা। বিশ্ব বাংলা শারদ সম্মানের শিরোপা পাওয়া পুজো কমিটিগুলিই মূলত রেড রোডের কার্নিভালে অংশ নেবে।  এবারের কার্নিভাল ঘিরে বিদেশের প্রতিনিধিদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে। কার্নিভালে যোগ দিতে কনসালগুলির সঙ্গেও যোগাযোগ রাখছেন বহু বিদেশি প্রতিনিধি। কলকাতায় আসতে চেয়ে অনেকেই আবেদন করছেন বলে নবান্ন সূত্রে খবর।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement