Advertisement
Advertisement

Breaking News

Rabindra Bharati

চাপে নতিস্বীকার নয়, অফলাইনেই পরীক্ষা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে

অনলাইনে পরীক্ষা নেওয়ার চাপ দেওয়া হচ্ছিল।

Rabindra Bharati University to hold exams offline | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 16, 2022 8:17 pm
  • Updated:May 16, 2022 8:17 pm

দীপঙ্কর মণ্ডল: অনলাইনে পরীক্ষা নেওয়ার চাপ ছিল। স্বশাসনকে মর্যাদা দিয়ে সমস্ত পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার পরীক্ষা কোন মোডে হবে তা নিয়ে জরুরি কর্মসমিতির বৈঠকে বসে রবীন্দ্রভারতী (Rabindra Bharati University) কর্তৃপক্ষ। উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন, “সদস্যরা আগের মতো অফলাইনে পরীক্ষার পক্ষে মতো দেন। আমাদের সব পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দূরশিক্ষা বিভাগের পরীক্ষাও অফলাইনে শুরু হয়েছে।”

স্নাতক-স্নাতকোত্তরের পরীক্ষা অনলাইনে নাকি অফলাইনে হবে তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে ঠিক করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ১৩ মে উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে জানায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কোন পদ্ধতিতে পরীক্ষা হবে তা নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে। বিষয়টি মাথায় রেখে কোন মোডে পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়গুলিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হল।

Advertisement

[আরও পড়ুন: বাইশ গজে মৌমাছির খেলা! মাটিতে শুয়ে পড়লেন ক্রিকেটার-আম্পায়াররা, ভাইরাল ভিডিও]

রবিবার নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় ও পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয় পরীক্ষা হবে অনলাইনে। এই পদ্ধতিতে বাড়িতে বসে বই দেখে পরীক্ষা দেওয়া যায়। তৃণমূল ছাত্র পরিষদ ও রাজ্যের শাসক দলের অধ্যাপক সংগঠন (ওয়েবকুপা) অনলাইন পরীক্ষার দাবি করেছে। এদিন টিএমসিপির যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ইউনিটও উপাচার্যকে চিঠি দিয়ে অনলাইন পরীক্ষার দাবি করেছে। অনলাইন পরীক্ষার দাবিতে রবীন্দ্রভারতীতে বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়াদের একাংশ। শিক্ষামহলের মতে এই আবহে স্রোতের বিপরীতে হেঁটে রবীন্দ্রভারতীর অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। সারা বাংলা সেভ এডুকেশন কমিটি এদিন রাজ্যের উপাচার্যদের চিঠি দিয়ে অফলাইনে পরীক্ষা নেওয়ার অনুরোধ জানিয়েছে। সংগঠনের সম্পাদক তরুণ নস্কর জানিয়েছেন, “করোনা আবহে (Corona Pandemic) বাধ্য হয়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করতে হয়েছিল। কিন্তু তাতে শিক্ষার মানের অবনমন হয়েছে। আপাতত আর করোনার ভয় নেই। পড়ুয়াদের স্বার্থেই এখন হলে বসে খাতায় কলমে পরীক্ষা নেওয়া উচিত।”

Advertisement

করোনা আবহে গত শিক্ষাবর্ষ পর্যন্ত বন্ধ ছিল ক্লাসরুম। স্নাতক-স্নাতকোত্তরের পরীক্ষা হয়েছিল অনলাইনে। অতিমারীর রেশ কমার পর ফের স্বাভাবিক হয় অফলাইন ক্লাস। বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্ত নিয়েছিল পরীক্ষাও হবে অফলাইনে। কিছু প্রতিষ্ঠানে পড়ুয়ারা দাবি করে পরীক্ষা নিতে হবে অনলাইনে। গত শুক্রবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে উচ্চশিক্ষা দপ্তর জানায়, পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে তা ঠিক করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের উপর ছেড়ে দেওয়া হল।

[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ! আইনজীবীর দাবির পরই নির্দিষ্ট এলাকা সিল করার নির্দেশ আদালতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ