Advertisement
Advertisement

Breaking News

কেন ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ? কী বলছেন বিশেষজ্ঞরা?

আতঙ্কে শহরবাসী৷

Reasons behind Majerhat bridge collapse in Kolkata
Published by: Sulaya Singha
  • Posted:September 4, 2018 8:08 pm
  • Updated:September 4, 2018 8:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুয়েক আগে ভেঙে পড়েছিল নির্মীয়মান পোস্তা উড়ালপুল৷ তার আগে উল্টোডাঙা সেতু ভাঙার ঘটনায় ছড়িয়েছিল চাঞ্চল্য। গত মাসে ১১ তারিখ শিলিগুড়িতে ভেঙে পড়ে একটি ফ্লাইওভার৷ আর মঙ্গলবার সেই তালিকায় সংযোজিত হল মাঝেরহাট ব্রিজ৷ একের পর এক সেতু ভাঙার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যবাসী৷ প্রাণ হাতে নিয়ে রাস্তায় বেরতে হচ্ছে সাধারণ মানুষকে৷ প্রতি মুহূর্তে মৃত্যুর আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে৷ কিন্তু এর দায় কার? কেন বারবার ঘটছে এমন ঘটনা? কেন একটি ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে না রাজ্য? প্রশ্ন তুলতে শুরু করেছেন আম জনতা৷

মাঝেরহাট ব্রিজ ভাঙার ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে একজনের৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহতরা৷ কিন্তু সাধারণ মানুষের কেন এমন দুরবস্থা হল? কেন আচমকা ভেঙে পড়ল ব্রিজ৷ বিশেষজ্ঞরা এই বিষয়ে আলোকপাত করে ব্রিজ ভাঙার বিশেষ কয়েকটি সম্ভাবনার কথা জানাচ্ছেন৷

Advertisement

[একে একে এমার্জেন্সিতে ঢুকছে রক্তাক্ত শরীর, SSKM-এ যুদ্ধকালীন তৎপরতা]

১. প্রায় ৪০ বছর আগে মাঝেরহাট ব্রিজটি তৈরি করেছিল পোর্ট ট্রাস্ট৷ ব্রিজটির একটি অংশ পূর্ত দপ্তর এবং অন্য অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে রেলের উপর৷ কিন্তু দিনের পর দিন ব্রিজের করুণ দশা দেখেও টনক নড়েনি৷ ফল যা হওয়ার তাই হল৷ চলতি বছর ফেব্রুয়ারিতে মাঝেরহাট ব্রিজ সংস্কারের জন্য ২ কোটি ৮১ লক্ষ ৭৪২ কোটি টাকা বরাদ্দ করেছিল পূর্ত দপ্তর। মে মাসে মেরামতির কাজ শুরু হওয়ার কথাও ছিল। কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি।

Advertisement

২. গত বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়৷ ফলে ক্ষতিগ্রস্ত ব্রিজ আরও নড়বড়ে হয়ে পড়ে৷ তার উপর ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা করা হয়নি৷ দক্ষিণ ২৪ পরগনার একটা বড় অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই ব্রিজ। ফলে প্রতিদিনই এই ব্রিজ দিয়ে বড় মাপের লরি, কন্টেনার যাতায়াত করে। তাই ব্রিজ ভেঙে পড়ার এটিও অন্যতম কারণ হতে পারে৷

[মাঝেরহাট ব্রিজ ভাঙার ঘটনায় মৃত ১, শহরে ফিরছেন মু্খ্যমন্ত্রী]

৩. মাঝেরহাট ব্রিজের পাশেই চলছে মেট্রো রেলের কাজ৷ জোকা থেকে বিবাদি বাগ পর্যন্ত মেট্রো রেল পরিষেবার কাজ চলছে পুরোদমে৷ সেখানে পিলার তৈরির জন্য পাইলিংয়ের কাজ হয়৷ যে কাজে ব্যবহার করা হয় ভাইব্রেটর৷ এদিনও তা ব্যবহার করা হয়েছিল৷ এবং তখন ব্রিজের উপর কম্পন অনুভূত হয়েছিল৷ সেই কম্পনের কারণেই দু’টি পিলারের মাঝের অংশ আলগা হয়ে ভেঙে পড়েছে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ