Advertisement
Advertisement

Breaking News

Arrested

ভিনরাজ্য থেকে এসে বালিগঞ্জের হোটেলে বাস, আরপিএফের জালে ৪ ভুয়ো টিকিট পরীক্ষক

ধৃতদের জিআরপির হেফাজতে পাঠানো হয়েছে।

RPF Arrest 3 people from Ballygunj as Fake Ticket Checker | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Akash Misra
  • Posted:June 1, 2023 7:58 pm
  • Updated:June 1, 2023 7:58 pm

সুব্রত বিশ্বাস: বিনা টিকিটের যাত্রী ধরতে গিয়ে আরপিএফের হাতে ধরা পড়ল চার ভুয়ো টিকিট পরীক্ষক। বালিগঞ্জ আরপিএফ হাতে ধরা পড়া চার টিকিট পরীক্ষকের একজন কাশ্মীরের বাসিন্দা, বাকি তিনজনই তামিলনাড়ুর বাসিন্দা। কাশ্মীরবাসীর নাম ভুপেন্দ্র শর্মা, দক্ষিণের বাসিন্দারা দীপক, কার্তিকীয়ান ই ও প্রশান্ত ভি। ধৃতরা জানিয়েছে, মে মাসের মাঝামাঝি থেকে তাঁরা শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে টিকিট পরীক্ষা করছিলেন। সময় সকাল ন’টা থেকে বারোটা পর্যন্ত টিকিট পরীক্ষা করত তাঁরা। এরপর কড়া রোদের থেকে শরীর বাঁচাতে বালিগঞ্জের ভাড়া হোটেলে চলে যেত। সারাদিন সেখানে কাটিয়ে ফের পরের দিন আবার একই রকমভাবে টিকিট পরীক্ষা করতে স্টেশনে আসত। জরিমানা, টাকা আদায় সবই চলছিল নিয়ম মতো।

বৃহস্পতিবার বালিগঞ্জে কমাশির্য়াল ও আরপিএফের টিকিট পরীক্ষার সময় চারজনই বিনা টিকিট ধরা পড়ে। টিটিই ও আরপিএফদের তাঁরা সটান পরিচয় দেয়, রেলের স্টাফ হিসেবে। এরপরই আই কার্ড বেরও করে চারজনই। তা দেখে সন্দেহ হয় রেলকর্মীদের। আসলের ‘সামনে’ ‘নকল’ কর্মীদেরও দাবির বহরে সন্দেহ হওয়ায় চারজনকেই আটক করে আরপিএফ। ধৃতদের জিআরপির হেফাজতে পাঠানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: অপারেশন টেবিলে ৯ মহিলা, মদ্যপ অবস্থায় মেঝেয় লুটিয়ে পড়লেন ডাক্তার! তারপর…]

পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব বলেন, ধৃত চারজনই ভিন রাজ্যের বাসিন্দা। চার যুবকে জেরা করে জানা গিয়েছে, রেলে ভুয়া নিয়োগ চক্রের পাল্লায় পড়েছে এরা। ধৃতরা জনৈক ‘পাণ্ডে’র নাম উল্লেখ করে জানিয়েছে, শিয়ালদহ ডিআরএম দফতরে সেই তাদের হাতে জাল নিয়োগপত্র ও টিকিট পরীক্ষকের আই কার্ড-সহ আনুসঙ্গিক সামগ্রী তুলে দেয়। এজন‌্য লক্ষ লক্ষ টাকারও লেনদেন হয়েছে। পাণ্ডের নির্দেশে ভুয়া আই কার্ড নিয়েই এরা রীতিমতো শিক্ষানবীশ হিসেবে ঘণ্টা তিনেক শিয়ালদহ দক্ষিণের নানা স্টেশনে টিকিট পরীক্ষা করত। এরপর বালিগঞ্জে ভাড়ার হোটেলে এসে থাকতো। শিয়ালদহ ডিআরএম অফিসে এর আগেও এমন ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছে। বিআর সিং হাসপাতালে ভুয়া মেডিক‌্যাল থেকেও ধরা পড়েছে কয়েক জন। ধৃতরা জানিয়েছে, তাদের দিল্লি ও বেনারস রেল হাসপাতালে মেডিক‌্যাল পরীক্ষা হয়েছে। আইজি পরম শিব সন্দেহ প্রকাশ করে বলেছেন, রেলের মধ্যেই প্রতারণা চক্রের কেউ রয়েছে। তদন্ত করে তা জানার চেষ্টা চলছে।

Advertisement

[আরও পড়ুন: ভারতে চিতাদের বসবাসের উপযুক্ত পরিবেশ নেই, সতর্ক করছেন বিশেষজ্ঞরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ