Advertisement
Advertisement

Breaking News

অন্তরা হত্যাকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত সন্তোষ

প্রেমে প্রত্যাখ্যাত হয়েই অন্তরাকে খুনের পরিকল্পনা করেছিল সন্তোষ৷

Santosh killed Antara by Supari Killar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2016 9:22 pm
  • Updated:December 29, 2016 9:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অন্তরা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হল মূল অভিযুক্ত সন্তোষ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর, বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় তাকে৷ পুলিশের দাবি, খুনের ছক সাজিয়েছিল সন্তোষ৷ নিজের পরিকল্পনামাফিক ভাড়াটে খুনি দিয়ে অন্তরাকে খুন করিয়েছিল সে৷ এমনটাই জেরায় জানা গিয়েছে৷ প্রেমে প্রত্যাখ্যাত হয়েই অন্তরাকে খুনের পরিকল্পনা করেছিল সন্তোষ৷ জেরার মুখে স্বীকার করেছে, অন্তরাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল সে৷ কিন্তু অন্তরা বন্ধুত্বের বেশি আর কিছুই স্বীকার করতে চাননি৷ শুধু তাই নয়, অন্তরাকে বার বার প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত সন্তোষ৷ সন্তোষের মোবাইল থেকে হত্যা সম্পর্কে বহু তথ্য জানতে পেরেছে পুলিশ৷ সেই তথ্যের ভিত্তিতেই তদন্ত এগোবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে৷

এদিন আরও এক তথ্যপ্রযুক্তি কর্মী আশু গুপ্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ তাদের দাবি, সন্তোষের সঙ্গে বন্ধুত্ব ছিল আশুর৷ দু’জনে মিলে একসঙ্গে এই খুনের ছক কষেছিল কি না, তা জানতে চলছে তদন্ত৷

Advertisement

বেহালার বাসিন্দা অন্তরা দাসের পরিবারের দাবি, সন্তোষ নামে ওই যুবক দীর্ঘদিন ধরেই অন্তরাকে বিরক্ত করত৷ গত শুক্রবার অফিস থেকে বের হওয়ার পরই এক আততায়ীর হামলায় অন্তরার মৃত্যুর পর থেকেই সন্দেহের তালিকায় প্রথম সারিতে ছিল সন্তোষের নাম৷ প্রথমে বেঙ্গালুরুতে গিয়ে সন্তোষকে জেরা করে পুণে পুলিশ৷ বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ফের পুণেতে এনে জেরা করা হয় তাকে৷ বুধবার অন্তরার বাবা দেবানন্দ দাস ও বোন সঞ্চারী দাসের মুখোমুখি বসিয়ে জেরা করা হয় সন্তোষকে৷ পুলিশ জানিয়েছে, সন্তোষের বয়ানে প্রচুর অসংগতি পাওয়া গিয়েছে৷ এর পরই তাকে গ্রেপ্তার করা হয়৷ সন্তোষকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ